• Howrah: নজর জল-পরিবহণে, হাওড়া থেকে এবার লঞ্চে পৌঁছে যাবেন গন্তব্যে!
    ২৪ ঘন্টা | ২০ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফেরী সার্ভিস থেকে আয় বাড়াতে নয়া উদ্যোগ। বেশ কয়েকটি রুটে এবার লঞ্চ চালানোর পরিকল্পনা করছে হুগলী নদী জলপথ পরিবহন সমিতি। খুশি ফেরী সার্ভিস কর্তপক্ষ।

    একদিকে কলকাতা, আর অন্যদিকে হাওড়া। গঙ্গা পেরিয়ে যাতায়াত করেন বহু মানুষ। হাওড়া স্টেশন লাগোয়া গঙ্গার ঘাট থেকে বাবুঘাট,চাঁদপাল ঘাট,আর্মেনিয়ান,শোভা বাজার,বাগবাজার-সহ বেশ কয়েকটি রুটে ফেরী সার্ভিস রয়েছে। যা হুগলী নদী জলপথ পরিবহন সমিতির অধীনে।মাসখানেক আগে  হুগলী নদী জলপথ পরিবহন সমিতির দায়িত্ব নিয়েছে নতুন বোর্ড। ফের কীভাবে সংস্থাকে চাঙ্গা করা যায়? ভাবনাচিন্তা শুরু করেছিলেন নতুন বোর্ডের সদস্য়রা। কিন্তু এরমধ্যেই চালু হয়ে যায় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো। ফলে সমস্যা আরও বাড়ে। সঙ্গে আয়ও।  কারণ, লঞ্চ নয়, এখন যাত্রীদের ভিড় বেশি মেট্রোতেই।হুগলী নদী জলপথ পরিবহন সমিতির চেয়ারম্যান রাই চরণ মান্না জানিয়েছেন, হাওড়া থেকে কাশিপুর পর্যন্ত লঞ্চ চালানো হবে। প্রয়োজনে চলবে পণ্য পরিবাহী লঞ্চও। ফলে সংস্থার আয় বাড়বে। বোর্ডের সদস্য অজয় দে বলেন,  ১৯টি লঞ্চ সারিয়ে ফের চালু করা হবে।
  • Link to this news (২৪ ঘন্টা)