• চোখের অস্ত্রোপচার করতে ব্রিটেনে রাঘব,হারাতে পারেন দৃষ্টিশক্তি
    বর্তমান | ০১ মে ২০২৪
  • নয়াদিল্লি: তীব্র দহনের সঙ্গে ভোটের উত্তাপও ছড়িয়েছে গোটা দেশে। অথচ ভোটের ময়দানে দেখা যাচ্ছে না আম আদমি পার্টির (আপ) তরুণ সাংসদ রাঘব চাড্ডাকে। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর থেকে কার্যত বেপাত্তা তিনি। দলের হয়ে ভোটের প্রচারে তাঁর অনুপস্থিতি ঘিরেও জোর জল্পনা ছড়িয়েছে। এনিয়ে আপকে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। 

    রাঘব চাড্ডা কোথায়? মঙ্গলবার তা খোলসা করলেন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তিনি বলেন, ‘চোখের জটিল অস্ত্রোপচারের জন্য রাঘব ব্রিটেনে রয়েছেন। আমি যতটুকু জানতে পেরেছি, বিষয়টি অত্যন্ত গুরুতর। সময়মতো চিকিৎসা না করালে ওঁর দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা রয়েছে। তাই চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন।’ পাশাপাশি ভরদ্বাজ বলেন, ‘আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। সুস্থ হয়ে দেশে ফেরার পর দলের প্রচারে যোগ দেবেন রাঘব।’ তবে রাঘব দলের প্রচারে অনুপস্থিত থাকলেও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তিনি। সম্প্রতি জেলে কেজরিওয়ালকে ডায়াবেটিসের ইনসুলিন না দেওয়া নিয়ে সরব হয়েছিলেন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, গত মাসে চিকিৎসার জন্য রাঘব লন্ডনে গিয়েছেন। তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পরিণীতি চোপড়া সঙ্গে গেলেও পরে দেশে ফিরে আসেন। গত মাসে ব্রিটেনের সাংসদ প্রীতি কে গিলের সঙ্গে দেখা করেন রাঘব। প্রীতি ‘ভারত বিরোধী’ এবং ‘খালিস্তানপন্থী’ বলে পরিচিত। ভারতের স্বার্থ বিরোধী লোকেদের সঙ্গে দেখা করায় আপ নেতাকে একহাত নেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
  • Link to this news (বর্তমান)