• ভোট দিতে যাওয়ার আগে পরাধীন ভারতের গল্প শোনান শতায়ু রহিমা
    বর্তমান | ০১ মে ২০২৪
  • সংবাদদাতা, রাজারহাট: তখন বয়স বেশি ছিল না বটে তবে ব্রিটিশদের অত্যাচারের কথা স্পষ্ট মনে রয়েছে। খেয়াল আছে কংগ্রেস সরকারের জরুরি অবস্থাও। তিনি গ্রামের বাসিন্দা। বাম আমলের ভূমি সংস্কার, পঞ্চায়েত ব্যবস্থা দিব্যি টের পেয়েছিলেন। তারপর তাদের অবক্ষয়ও নিজের চোখে দেখেছেন। তৃণমূলকে ক্ষমতায় আসতে দেখেছেন। লক্ষ্ণীর ভাণ্ডারের সুফল পায় পরিবার। তাই তিনি খুব খুশি। বিজেপি ধর্ম নিয়ে নাচানাচি করে মানুষের উপর অত্যাচার চালায়, সে তাঁর একেবারে পছন্দ নয়। 

    এই সব দেখতে দেখতে একশোটা বছর পার করে ফেললেন রহিমা বিবি। ভুল হল। বয়স হয়েছে বলে স্মৃতিশক্তি মাঝেমধ্যে বিশ্বাসঘাতকতা করে। গুনে দেখলে তবেই স্পষ্ট হয়, এখন বয়স ১০২ বছর। এখন শরীরের বলিরেখাগুলি মানচিত্রের মতো এঁকেবেঁকে ছড়িয়ে পড়েছে। দৃষ্টিশক্তি কিঞ্চিত ক্ষীণ হয়েছে। শরীরও অশক্ত। তবে রাজনীতির, নিজের অধিকার বুঝে পাওয়ার জ্ঞান টনটনে রহিমার। এবারও ভোট দেবেন। কমিশন তাঁর জন্য বাড়িতে ভোটগ্রহণের ব্যবস্থা করে দিয়েছে।

    বৃদ্ধা থাকেন রাজারহাটে। এক জুন বারাসত লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। এই কেন্দ্রর মধ্যে পড়ে রাজারহাট ব্লক। বৃহস্পতিবার চাঁদিফাটা রোদ। জ্যাংড়া-হাতিয়াড়া (দুই) নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘুণি মোল্লাপাড়ার সরু গলি দিয়ে রহিমার বাড়ির বারান্দা পর্যন্ত পৌঁছতে জিভ বেরিয়ে যাওয়ার জোগাড়। সেই গরমে বারান্দায় বসে কথা বলতে গিয়ে হাঁপাচ্ছিলেন বৃদ্ধাও। ভোটাধিকার প্রয়োগের প্রসঙ্গ আসতেই কাঁপা কাঁপা গলায় বললেন, ‘এ হল উন্নয়নের ভোট। মমতার ভোট। আমি দেবই।’ 

    রহিমা বিবির দু’মেয়ে। এক ছেলে। দুই মেয়েই মৃত। ঘুণি মোল্লাপাড়ায় থাকেন একমাত্র ছেলে মুহম্মদ মুজিত মোল্লা। তিনিই মাকে দেখাশোনা করেন। মুজিত বলেন, ‘মা বরাবরই ডানপন্থী রাজনীতিতে বিশ্বাসী। এবার জ্যাংড়ার ২৫৪ নম্বর পার্টে, ঘুণি বাহাদুর মোল্লা স্মৃতি প্রাইমারি স্কুলে ভোট দেবেন। গত কয়েকটি নির্বাচনে ভোট কর্মীরা বাড়িতে এসেছিলেন। এবারও হয়ত তাই হবে।’ এই পরিবারের আক্ষেপ, রহিমা বিবি সরকারের কাছ থেকে বার্ধক্য ভাতা পান না। এ প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন জানান, এই এলাকার সবথেকে প্রবীণ ভোটার রহিমা ঠাকুমা। তাঁর ফিঙ্গার প্রিন্ট পাওয়া যাচ্ছে না। ফলে আধার কার্ড হয়নি। আধার ছাড়া বার্ধক্য ভাতা পাওয়া যায় না। ভোটের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। রাজারহাট ব্লক প্রশাসনের আধিকারিকরা জানান, রহিমা বিবি বাড়িতে বসেই ভোট দেবেন। এর পাশাপাশি জানিয়েছে, রাজারহাট-নিউটাউন বিধানসভা এলাকায় এক হাজার ৭৭৯ জন বয়স্ক ভোটারের তালিকা তৈরি হয়েছে। প্রত্যেকের জন্য বাড়িতে ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)