• সি-ভিজিল অ্যাপে রাজারহাটে একশো অভিযোগ, দ্রুত ব্যবস্থাও
    বর্তমান | ০১ মে ২০২৪
  • সংবাদদাতা, রাজারহাট: আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পর এখনও পর্যন্ত রাজারহাটে ‘সি-ভিজিল’ অ্যাপে একশোর কাছাকাছি অভিযোগ জমা পড়ল। অভিযোগ পাওয়া মাত্র পদক্ষেপ শুরু করেছেন রাজারহাট ব্লক নির্বাচনী আধিকারিকরা। সি-ভিজিল হল নির্বাচন কমিশন পরিচালিত মোবাইল অ্যাপ। সাধারণ ভোটার ও নাগরিকরা তা ব্যবহার করতে পারেন। কোনও এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না, সি-ভিজিল অ্যাপের মাধ্যমে সেই দৃশ্য নাগরিকরা সরাসরি কমিশনের নজরে আনতে পারেন। রাজারহাট ব্লক প্রশাসন সূত্রে খবর, ভোটের মুখে সরকারি জায়গায় হোর্ডিং, ব্যানার, ফেস্টুন, পতাকা টাঙানো ইত্যাদির মাধ্যমে রাজনৈতিক দলগুলি অনেকসময় নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে থাকে। নিয়মিত তা নিয়ে নজরদারিও চলে। তবে সচেতন নাগরিকরা সরাসরি সি-ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানান। তা পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।রাজারহাট ব্লক অফিস থেকে দু’টি বিধানসভা কেন্দ্রের ভোট পরিচালনা হয়। একটি হল, ‘রাজারহাট-নিউটাউন’ অন্যটি হল, ‘রাজারহাট-গোপালপুর’। দুই বিধানসভা মিলিয়ে এখনও পর্যন্ত ৯৫টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে রাজারহাট-নিউটাউন থেকে ৩৪টি এবং রাজারহাট-গোপালপুর থেকে ৬১টি অভিযোগ জমা পড়েছে। রাজারহাটের বিডিও গোলাম গওসল আজম বলেন, ‘সি-ভিজিলে অভিযোগ পাওয়া মাত্রই ভোট কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন। ১০০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট জায়গায় ব্যানার-পোস্টার খুলে ফেলা হচ্ছে। পোস্টার খোলার দৃশ্য কমিশনের অ্যাপে আপলোডও হয়। এর জন্য গভীর রাত পর্যন্ত কর্মীরা জেগে কাজ করছেন।
  • Link to this news (বর্তমান)