• শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে সিগন্যাল বিভ্রাট
    বর্তমান | ০১ মে ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রো রেলে সিগন্যাল বিভ্রাট! সিগন্যালিং ব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটির জেরে মঙ্গলবার সন্ধ্যায় প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকল ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের শিয়ালদহ-সেক্টর ফাইভ লাইনে মেট্রো চলাচল। রেকগুলি পরপর দাঁড়িয়ে পড়তে বাধ্য হয় একের পর এক স্টেশন ও লাইনে। ব্যস্ত সময়ে ভিড়ের চাপে যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হয়। ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে দাবি যাত্রীদের। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, আধঘণ্টার মধ্যেই ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে। 

    মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এদিন সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে আচমকা সিগন্যালে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ইঞ্জিনিয়াররা নানা প্রচেষ্টার পর তা ঠিক করতে সমর্থ হন। সন্ধ্যা ৭টা ২৮ মিনিটের পর মেট্রো চলাচল স্বাভাবিক হয়। ভুক্তভোগী যাত্রীদের দাবি, মেট্রো চলাচল আধ ঘণ্টার মধ্যে শুরু করে দেওয়া হলেও একের পর এক ট্রেন পরপর গন্তব্যে পৌঁছতে গিয়ে দীর্ঘক্ষণ সময় লেগে যায়। গোটা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে প্রায় আটটা-সাড়ে আটটা বেজে গিয়েছিল বলে দাবি তাঁদের।  
  • Link to this news (বর্তমান)