• ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাসভবনে প্রথমবার পালিত হল মহাবীরের জন্মজয়ন্তী
    বর্তমান | ০১ মে ২০২৪
  • রূপাঞ্জনা দত্ত, লন্ডন: আড়াই হাজার বছরেরও আগে এই পৃথিবীকে অহিংসার বাণী শুনিয়েছিলেন ভগবান মহাবীর। সোমবার তাঁর জন্মদিন পালিত হল ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাসভবনে। এই প্রথম ১০ ডাউনিং স্ট্রিটে মহাবীর জন্ম কল্যাণক (মহাবীর জয়ন্তী) পালিত হল। রাইট অনারেবল অলিভার ডাওডেন সিবিই এমপি, চ্যান্সেলর অব দ্য ডাচ অব ল্যান্সেস্টার এবং ক্যাবিনেট অফিসের সেক্রেটারি অব স্টেট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। জৈন ধর্মাবলম্বীদের কাছে আবার চলতি বছর বিশেষ তাৎপর্যের। কারণ মহাবীরের নির্বাণ লাভের দু’হাজার ৫৫০ বছর পূর্ণ হল এই বছর। 

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রিটেনে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী, যোগেশ মেহতা, ভরত শাহ সিবিই, ডঃ মেহুল সংরাজকা এমবিই, জয়সুখ মেহতা, নেমু চন্দ্রাইয়া, রাজেশ জৈন, নীরজ সুতারিয়া, ডঃ বিনোদ কাপাসিয়া ওবিই, ডঃ ময়ঙ্ক শাহ, ময়ূর মেহতা, রুমিত শাহ, ডঃ আদরিয়ান প্লাউ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কাউন্সিলার অমিত জোগিয়া এমবিই সকল অতিথিকে ১০ ডাউনিং স্ট্রিটে স্বাগত জানান। 

    উপ প্রধানমন্ত্রী অলিভার ডাওডেন বলেন, ‘এই প্রথম ১০ ডাউনিং স্ট্রিটে মহাবীর জয়ন্তী পালিত হল। অতিথিদের অভ্যর্থনা জানাতে পেরে আমি আপ্লুত। আমার নির্বাচনী ক্ষেত্র হার্টসমেয়ার ধর্মীয় দিক দিয়ে বৈচিত্র্যপূর্ণ। পটারস বারে রয়েছে অসওয়াল সেন্টার এবং বুশেতে রয়েছে এসআরএমডি সেন্টার। মহাবীরের শান্তি, সাম্য এবং প্রকৃতিকে রক্ষার আদর্শ আমাদের অনুপ্রাণিত করে। দেশের সর্বক্ষেত্রে জৈন সম্প্রদায়ের অবদান রয়েছে।’ এ প্রসঙ্গে যোগেশ মেহতা, ভরত শাহ সহ অন্যদের নাম উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর রাওয়ান্ডা, উগান্ডা বিষয়ক বাণিজ্য উপদেষ্টা এবং ডিআরসি লর্ড ডলার পপাট বলেন, ‘উপ প্রধানমন্ত্রী অলিভার ডাওডেন জৈন সম্প্রদায়ের কাছের মানুষ। তাঁর নির্বাচনী ক্ষেত্রেই রয়েছে সবচেয়ে বেশি জৈন সম্প্রদায়ের বাস। এখানেই রয়েছে সবচেয়ে বড় জৈন মন্দির।’ 

    অনুষ্ঠানে পু্রোহিত জয় শাহ বিশেষ পূজাপাঠ করেন এবং মহাবীরের অহিংসার নীতি তুলে ধরেন। জৈনদের মন্ত্র ‘ত্রিশলা নন্দন বীর কি, জয় বোলো মহাবীর কি’ উচ্চারণে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। 
  • Link to this news (বর্তমান)