• বাড়তে চলেছে ইপিএফের সর্বোচ্চ মাসিক বেতনের ঊর্ধ্বসীমা
    বর্তমান | ০১ মে ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দশ বছর পর কর্মী পিএফের (ইপিএফ) সর্বোচ্চ মাসিক বেতনের উর্ধ্বসীমা বৃদ্ধির পথে হাঁটতে চলেছে মোদি সরকার? শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে এখবর জানা গিয়েছে। এই মুহূর্তে ইপিএফের সর্বোচ্চ মাসিক বেতনের ঊর্ধ্বসীমা ১৫ হাজার টাকা। অর্থাৎ, বর্তমানে শ্রমমন্ত্রকের আওতায় থাকা ইপিএফওর অধীনস্ত সংস্থা-প্রতিষ্ঠানের যেসব শ্রমিক-কর্মচারীর মাসিক বেতন সর্বোচ্চ ১৫ হাজার  টাকা পর্যন্ত, তাঁরা বাধ্যতামূলকভাবে কর্মী পিএফের সুবিধে পান। সরকারি সূত্রের খবর, এবার তা বেড়ে হতে পারে মাসে সর্বোচ্চ ২১ হাজার টাকা পর্যন্ত। 

    জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনের পরেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। যেসব সংস্থা-প্রতিষ্ঠানে ন্যূনতম ২০ জন  কর্মী আছেন, সেগুলিই ইপিএফের আওতায় থাকে। এই সংখ্যা কমিয়ে ১০ করার দাবি শ্রমিক   সংগঠনগুলির। সেই দাবি নিয়ে  কোনও মন্তব্য করেনি শ্রমমন্ত্রক।
  • Link to this news (বর্তমান)