• রাজনৈতিক জনসভায় মুখ্যমন্ত্রীর মুখে অরিজিৎ সিংয়ের নাম, কী বললেন মমতা?
    Aajtak | ০১ মে ২০২৪
  • ফরাক্কার জনসভা থেকে গায়ক অরিজিৎ সিংয়ের নাম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা দক্ষিণ কেন্দ্রের দলীয় প্রার্থীর প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি গায়ক অরিজিৎ সিংয়ের নাম করেন। তিনি অভিযোগ করেন, মোদী সরকার ২০২৪ সালেও ক্ষমতায় এলে মোদী সরকার দেশকে বিক্রি করে দেবে। তারা মানুষের ধর্মকে কেড়ে নেবে। সেই কারণে মোদীকে ভোট দেওয়া উচিত হবে না। 

    সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে রাজ্যকে। পশ্চিমবঙ্গকে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। তার কারণ, বাংলায় সংখ্যালঘু, আদিবাসীরা বেশি থাকে বলে তারা টাকা দেয় না। 

    মুখ্যমন্ত্রী জানান, বিজেপির নেতারা শুধু তুলনা করে গুজরাতের সঙ্গে। সেখানে অর্থনীতি ভালো। কারণ, ১৭ টা পোর্ট আছে। সেখানে এই রাজ্যে মাত্র ২ টো। সেখানকার থেকে জনসংখ্যাও অনেক বেশি বাংলায়। মমতার অভিযোগ, ফরাক্কা সংস্কার করে না কেন্দ্র। এর ফলে এখানে বন্যা হয়। মানুষের অসুবিধে হয়। জল শুকিয়ে যায়। বন্যায় লোক ভেসে গেলেও কারও কথাতে কর্ণপাত করে কেন্দ্র সরকার। 

    তারপরই বিড়ি শ্রমিকদের কথা বলতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন, 'এখানে একটা বিড়ি শ্রমিকদের একটা হাসপাতাল করে দাও। তাহলেই এখানকার মানুষের সমস্যার সমাধান হবে। আমি জানি বহরমপুরে একটা মেডিকেল কলেজ আছে। তবে সেটা তো এখানে আনা সম্ভব নয়। তাই আমি এখানকার বিড়ি মালিকদের বলব, আর একটা হাসপাতাল গড়তে । কারণ শ্রমিকদের দেখভালের দায়িত্ব মালিকদেরই।' 

    মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি চাইছি একটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করুক বিড়ি শ্রমিকরা। জাকির হোসেনও একটা বড় হাসপাতাল করছে। অরিজিৎ সিংও করছে স্কুল। আমি সব জানি। কিন্তু এলাকায় একটা হাসপাতাল দরকার। আমরা সব সুবিধে দেব। স্বাস্থ্যসাথীর সুবিধে পাওয়া যাবে।' 

    প্রসঙ্গত, এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় জানিয়েছিলেন, তিনি অরিজিৎকে সাহাায্য় করবেন। বলেন, 'তাঁকে জঙ্গীপুরে জমি অ্যাপ্রুভ করেছেন।  কারণ অনেক বড় স্কুল থেকে শুরু করে, আরও অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা তাঁকে আগাম অভিনন্দ জানাই।’
  • Link to this news (Aajtak)