• Congress: আপ-এর সঙ্গে জোট নিয়ে ক্ষোভ, ফের ভাঙন দিল্লি কংগ্রেসে
    আজকাল | ০২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের ভাঙন দিল্লি কংগ্রেসে। অরবিন্দর সিং লাভলির পর আরও দুই নেতা কংগ্রেস সভাপতিকে চিঠি লিখে দল ছাড়লেন। তাঁরা হলেন নীরজ বাসোয়া এবং নসিব সিং। লোকসভা ভোটের মাঝে এই দলত্যাগের কারণ কী? দুই নেতাই জানিয়েছেন, এই ভোটে আপ-এর সঙ্গে জোট নিয়ে ক্ষুব্ধ তাঁরাও। এর আগে লাভলিও একই কারণ দেখিয়েই সরে দাঁড়িয়েছিলেন। জানিয়েছিলেন, আপ এর সঙ্গে জোট মেনে নেওয়া সম্ভব নয় তাঁর। নীরজ প্রাক্তন বিধায়ক। তিনি জানিয়েছেন। এই জোট দিল্লি কংগ্রেসের কর্মী জন্য একটি অপমান এবং একটি বিব্রতকর পরিস্থিতি। দলের সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। গত ৩ দশক ধরে তাঁকে ভরসা করার জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন। ভোটের মাঝে জোটের কারণে যেভাবে দিল্লিতে হাত শিবিরের নেতারা দলের হাত ছাড়ছেন, রাজনৈতিক মহলে জোর চর্চা তা নিয়েই। অন্যদিকে আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে জেলে। জেল থেকেই একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছেন তিনি। অন্যদিকে তাঁর গ্রেপ্তারির পর রাজনীতির আঙিনায় পা দিয়েছেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল। প্রার্থীর হয়ে প্রচারেও দেখা গিয়েছে তাঁকে।
  • Link to this news (আজকাল)