• 'সুদীপ কান্নাকাটি করে মমতাকে মেসেজ করেছে নিশ্চয়ই', কুণালের অপসারণ প্রসঙ্গে বিজেপির তাপস
    Aajtak | ০২ মে ২০২৪
  • সকালে বিজেপি নেতা তাপস রায়ের প্রশংসা করেছিলেন তৃণমূলের কুণাল ঘোষ। বিকেলে তৃণমূলের পদ খোয়ালেন কুণাল। যা ঘিরে কলকাতায় ভোটের আগে সরগরম রাজনীতির ময়দান। যাঁর প্রশংসা করার কারণেই কুণাল পদ খোয়ালেন বলে মনে করা হচ্ছে, সেই তাপস রায় এবার মুখ খুললেন। শুধু তাই নয়, কুণালের পাশে থেকে তৃণমূলের পাশাপাশি এবার লোকসভা ভোটে তাঁর প্রতিদ্বন্দ্বী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। 

    কী বললেন তাপস? 
     
    তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণালকে সরানো হয়েছে। এই প্রসঙ্গে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী বলেন, 'তা হলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের জায়গা নেই?এরপরে কি বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠানে যাওয়ার আগে ওঁরা তালিকা দেখে নেবেন, কে কে যাচ্ছেন! একটি ক্লাবের আমন্ত্রণপত্র আমি ঠিক করি না...গণতন্ত্রের কথা বলব, সৌজন্যের কথা বলব, সত্য কথা বলা যাবে না। গত পুরসভা নির্বাচনে রিগিং হয়েছে তো। গত লোকসভা নির্বাচনে রিপোর্ট পেয়েছি। বিজেপিতে যোগদানের পর যা যা খবর পাচ্ছি, যা নয় তাই হয়েছে। মানুষ যাকে চাইবে সে যাবে, কুণাল তো ওর দলের কথাও বলেছে বারবার। আসলে তৃণমূলে রাজনৈতিক সংকীর্ণতার প্রমাণ।'

    সুদীপকে আক্রমণ তাপসের

    কুণাল প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তাপস। বলেছেন, 'আবার কান্নাকাটি করেছে। যেভাবে আমি সভাপতি হওয়ার পর কান্নাকাটি করেছিল। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও তো সুদীপকে তাড়িয়ে দিয়েছিল। ৬ বছরের জন্য সাসপেন্ড করেছিল। তখন তো দলের বিরুদ্ধে বলেছিল কথা। ৬ মাস দল টিকবে কিনা বলেছিল। সুদীপ কান্নাকাটি করলেই পদক্ষেপ করা হয়। তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয় না। কত রকমের অন্যায়ের কথা বলেছি। উত্তর কলকাতায় ভুরি ভুরি সুদীপ বিরোধী রয়েছে। পরেশ পালকে মনোনয়ন দেবে না, স্বর্ণকমল সাহাকে নমিনেশন দেবে না। কুণাল যখন জেলে ছিল, খ্যাঁক খ্যাঁক করে হেসে সুদীপ মজা নিত।'

    কুণালের প্রশংসাও করেছেন তাপস। বলেছেন, 'অকারণে জেল খাটার পরেও তৃণমূলের হয়ে যেভাবে ডিফেন্ড করছে, এটা আমি করতে পারতাম না। অবাক হয়ে যাই ওর মহানুভবিতা দেখে। আমাকে যা দেখেছে, শুনেছে, সেটা দেখে ওর যা পর্যবেক্ষণ, সেটা রেখেছে। সেটা তো অন্য়ায় নয়। আমি ওর প্রতি কৃতজ্ঞ।'

    ঠিক কী ঘটেছে? 
    বুধবার সকালে উত্তর কলকাতার ৩৮ নং ওয়ার্ডে একটি ক্লাবের রক্তদান শিবিরে আমন্ত্রিত ছিলেন কুণাল এবং তাপস। একই মঞ্চে দু'জনকে দেখা যায়। সেখানেই তাপসের সামনে তাঁর প্রশংসা করেন কুণাল। তিনি বলেন, 'তাপস রায় যত দিন জনপ্রতিনিধি ছিলেন, তত দিন মানুষকে পরিষেবা দিয়েছেন। দিন-রাত তাঁর দরজা মানুষের জন্য খোলা থাকত। এলাকার মানুষকে ঠিক করতে দিন, কাকে তাঁরা প্রার্থী হিসাবে বেছে নেবেন। ছাপ্পা ভোট যেন না হয়।'  এর কয়েক ঘণ্টা পরই তৃণমূলের তরফে এক বিবৃতিতে জানানো হয় যে, দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হল কুণালকে। তৃণমূলের তরফে লেখা হয়েছে, 'সম্প্রতি কুণাল ঘোষ এমন অনেক কথা বলেছিলেন যা, দলের মতামতের সঙ্গে মেলে না। তাই এটা বোঝানো অত্যন্ত দরকার ছিল  যে, উনি যা বলছেন, তা সম্পূর্ণ ভাবে তাঁর ব্যক্তিগত মত। এর সঙ্গে দলের ভাবনার কোনও সম্পর্ক নেই।' প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূলের তারকা প্রার্থী দেবকে নিয়েও এক মন্তব্য করেছিলেন কুণাল। যা ঘিরেও সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। 
  • Link to this news (Aajtak)