• Mamata Banerjee: 'চাকরিখেকো বিজেপি, ২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে, ছেড়ে দেবেন আপনারা'?
    ২৪ ঘন্টা | ০২ মে ২০২৪
  • জি ২৪ ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'চাকরি দেওয়া ক্ষমতা নেই, চাকরি কেড়ে নিচ্ছে'। মুর্শিদাবাদের ফরাক্কায় জনসভায় থেকে বিজেপি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'চাকরিখেকো বিজেপি, ২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে, ওদের ছেড়ে দেবেন আপনারা? আবার তো দশ লক্ষ চাকরি রাজ্য সরকারে পড়ে আছে। আমরা দিতে গেলে, কোনও না কোনও এজেন্সিকে দিয়ে ভুয়ো মামলা তৈরি করে, বা কিছু একটা করে সবকিছু বাধা দেওয়া হচ্ছে'।

    মুর্শিদাবাদে ভোট-প্রচারে মমতা। ফরাক্কায় নির্বাচনী জনসভা করলেন তিনি। কবে? আজ, বুধবার। ফরাক্কা অবশ্য মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে। ভোট হবে ৭ মে, তৃতীয় দফায়।মমতা বলেন, 'বাংলায় সিপিএম আর কংগ্রেস জোট বেঁধেছে। সিপিএম-কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে এখানে বিজেপিকে সমর্থন করা। তৃণমূলের একটি সিট নষ্ট করা। বাংলায় দয়া করে আপনার ভোট ভাগ হতে দেবেন না। আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন। তৃণমূলের যত সংখ্যা বাড়বে, মোদি তত হারবে। মোদীকে হারানোর জন্য তৃণমূল কংগ্রসকে জেতানো দরকার'।রেয়াত করলেন না নির্বাচন কমিশনকেও। তৃণমূলনেত্রীর কথায়,'যেদিন প্রথম দফার ভোট হল, যেদিন দ্বিতীয় দফার ভোট হল, আমরা প্রত্যেকেই নির্বাচন কমিশনের সূত্র ধরে, সব সংবাদমাধ্যমে লিখেছে, কোথায় কত ভোট হয়েছে, এবং নির্বাচন কমিশনও  সেটা জানিয়েছে। আমি গতরাতে ৯.৩০-র সময়ে হঠাৎ শুনতে পেলাম, ৫.৭৫ শতাংশ ভোট  যেখানে যেখানে বিজেপির ভোট পড়েছিল, সেইসব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশন নোটিস করেছে'।মমতার দাবি, 'নাগরিকদের সন্দেহ দূর করা জন্য EVM কারা তৈরি করেছে? চিপ কারা তৈরি করেছে? এই সংখ্যাটা বাড়ল কী করে? প্রথম দফায় কী ছিল? দ্বিতীয় দফায় কী ছিল? কত ভোটার ছিল? কত মেশিন ব্য়বহার হয়েছিল? সেটা জানতে চাই'। বলেন, 'হঠাৎ করে বেড়ে যাওয়ার মানে এটা তো নয়, ১৯ লক্ষ ভোটিং মেশিন পাওয়া যাচ্ছে না অনেকদিন ধরে। বিজেপিশাসিত রাজ্যগুলি নিজের ইচ্ছামতো লোকের ভোট পালটে দিয়ে, নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন! নির্বাচন কমিশনে আমরা বলব. মানুষের সন্দেহটা দূর করুন'।
  • Link to this news (২৪ ঘন্টা)