• TMC: ৩ সপ্তাহেই ভিউ ৫কোটি! সোশ্যালে ভাইরাল তৃণমূলের 'গর্জন'!
    ২৪ ঘন্টা | ০২ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভোটের মরশুমে সোশ্যাল মিডিয়াতেও নজর কাড়ছে তৃণমূলই। কীভাবে? রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে 'জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন' গানটি। যা তরুণ প্রজন্মের ভোটারদের মনে প্রভাব ফেলবে, আশাবাদী রাজ্যের শাসকদল।

    এক মাস পার। তৃণমূলের ইউটিউব চ্য়ানেল থেকে প্রকাশ হয় 'জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন' গানটি। কবে? ৩ এপ্রিল। মাত্র ৩ সপ্তাহেই সেই গানটি শুনেছেন ৫ কোটি  মানুষ! ভিডিয়োটি ৩ মিনিট ১১ সেকেন্ডের। গড়ে ২ মিনিট ২ সেকেন্ড বা ৬০ শতাংশের বেশি সময় ধরে ভিডিয়োটি দেখেছেন নেটিজেনরা। ডিজিটাল কন্টেট বিশেষজ্ঞদের মতে, 'যা প্রশংসনীয়'।তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট, 'বাংলার প্রতিটি কোণায় ঝড় তুলেছে 'জনগণের গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন'। বিজেপির জমিদারদের এবার ব্যাগ গোছাতে হবে'। এবার অবশ্য় প্রথম নয়। একুশের বিধানসভা ভোট তখন দোরগোড়ায়। ইউটিউবে 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগান তুলে প্রচারে নেমেছিল তৃণমূল। সাড়া মিলেছিল যথেষ্টই। খুব অল্প সময়ে সেই ভিডিয়োটি দেখেছিলেন ১২.৩ মিলিয়ন মানুষ। এরপর পঞ্চায়েত ভোটের সময় রাজ্যজুড়ে 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়, তখন প্রথম ১৫ দিন ভিউ ছিল ৬ মিলিয়নেরও বেশি।
  • Link to this news (২৪ ঘন্টা)