• সুজন হ্যাংওভার এখনও কাটেনি যাদবপুরের কমরেডদের, স্লোগানে প্রায়ই সৃজনের পাশে অবচেতনে বসে যাচ্ছে চক্রবর্তী
    বর্তমান | ০২ মে ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনি যাদবপুরের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদও বটে। তবে এবার তিনি পার্টির নির্দেশে লড়াই করছেন দমদম লোকসভা কেন্দ্র থেকে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী হয়েছেন সিপিএমের রাজ্য কমিটির নতুন সদস্য তথা এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্মসম্পাদক সৃজন ভট্টাচার্য। তাবলে কি সোনারপুরের ভূমিপুত্র সুজন চক্রবর্তীকে ভুলে গিয়েছেন যাদবপুরের কমরেডরা? একেবারেই নয়। সুজন-হ্যাংওভার যেন এখনও কাটেনি। সুজনবাবু ইতিমধ্যেই একাধিকবার যাদবপুরে এসে সৃজনের হয়ে প্রচারে নেমেছেন। আর যাদবপুরের কমরেডরা সৃজনকে নিয়ে প্রচারে নেমে প্রায়শই বলছেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী কমরেড সৃজন চক্রবর্তীকে...’ এখানে এসেই একটু হোঁচট। কিছুক্ষণের নিস্তবদ্ধতা শেষে শুধরে নিয়ে ফের বলছেন, ‘সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি...’। 

    কিছুদিন আগে গল্ফগ্রিন এলাকায় প্রচার করছিলেন সৃজন। প্রচারের সঙ্গে স্লোগান চলছিল। এক কমরেড স্লোগান দিতে গিয়ে ওই ভুলটি করে বসেন। পাশ থেকে আর এক কমরেড বললেন, ‘কীরে তুই এখনও গুলিয়ে ফেলেছিস?’ সেই কমরেড আবার জিভ কেটে ভুল শুধরে নেন। যাই হোক! সুজনবাবু দমদমে চলে যাওয়ার পরেও যাদবপুরের কমরেডরা যেন এখনও তা আত্মস্থ করতে পারেননি। এসব শুনে কী বলছেন সৃজন? পথসভা শেষ করে মঞ্চ থেকে নেমে গাম মুছতে মুছতে হাসছিলেন তিনি। তারপর বললেন, ‘ঠিকই। আমারও কানে এসেছে। এটা শুনেছি। অনেকেই আমার নামের পাশে চক্রবর্তী বসাচ্ছেন। ভালোই হয়েছে। আমি সৃজন-সুজন দুজনেরই ভোট পাব।’ আর সুজনবাবু? স্বভাবতই তিনি এখন বেশিরভাগ সময়টাই দমদম কেন্দ্রে প্রচারে ব্যস্ত। সন্ধ্যায় তাঁকে ফোন করতে, চারদিক থেকে মাইকের শব্দ। বললেন, ‘কিছুই শুনতে পাব না। পরে ফোন করছি।’ পরে হতে হতে সুজনবাবুর সঙ্গে শেষ পর্যন্ত রাত ১১টা নাগাদ কথা বলা গেল। তিনি শুনলেন। এই বিষয়ে সৃজনের বক্তব্যও শুনলেন। বললেন, ‘সৃজন ভালো বলেছে, আর কী বলব!’ তারপর তিনি বললেন, ‘আসলে সুজনদের সঙ্গে নিয়ে সৃজনশীল যাদবপুর গড়তে হবে।’
  • Link to this news (বর্তমান)