• Vande Metro: ১ ঘণ্টায় পাড়ি দেবে ১৩০ কিমি, বন্দে ভারতের পর বন্দে মেট্রো!
    ২৪ ঘন্টা | ০২ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্দে ভারতের পর বন্দে মেট্রো! বিভিন্ন শহরের মধ্যে ২৫০ কিমি পর্যন্ত যাত্রীদের সুবিধার্ধে চালু হতে চলেছে এই পরিষেবা। কবে? জুলাইয়ে। সূত্রের খবর তেমনই।

    বসার ব্যবস্থা মেট্রোর মতোই। এই বন্দে ভারত মেট্রোয় থাকবে ১২ কামরা। কেন্দ্রীয় সরকারের আধিকারিক জানিয়েছেন, 'শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেন পরিরবহণ ব্যবস্থায় কার্যত বিপ্লব আনবে। ট্রেনটি ঘণ্টায় ১৩০ কিমি গতি চলবে বলে আশা করা হচ্ছে। কামরা বেঞ্চের মতো সিটে অনেক বেশি সংখ্যক যাত্রী বসতে পারবেন অনায়াসেই'।সূত্রের খবর, আগামী ২ মাসের মধ্যেই এই বন্দে ভারত মেট্রো ট্রায়াল পান শেষ হবে। এরপর জুলাই থেকে চালু হবে যাত্রী পরিবহণ।  কামরাগুলি তৈরি হচ্ছে কাপুরথালায় রেলের নিজস্ব কারখানায়। সেই কাজও প্রায় শেষ পর্যায়ে। যাত্রী নিরাপত্তায় ট্রেনে থাকবে সংঘর্ষ এ়ড়ানোর বিশেষ ব্যবস্থাও।
  • Link to this news (২৪ ঘন্টা)