• মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ, প্রথম কালিম্পং, কলকাতা কত নম্বরে?
    Aajtak | ০২ মে ২০২৪
  • Madhyamik Results WBBSE: প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এ বছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথমে রয়েছে কালিম্পং, দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পরীক্ষার ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। 

    রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে আজতক বাংলায় এভাবে দেখুন মাধ্যমিকের ফলাফল-

     

    অনলাইনে কীভাবে মাধ্যমিকের ফল দেখবেন?

    মাধ্যমিকের মেধাতালিকায় এবার প্রথম ১০-এ রয়েছে ৫৭ জন। মেধাতালিকায় কলকাতা থেকে রয়েছে মাত্র এক পড়ুয়া। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের পড়ুয়া চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের পড়ুয়া সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২।
  • Link to this news (Aajtak)