• ‘দেশের হয়ে খেলা আমার গন্তব্য নয়’, কেন এমন বললেন ঋষভ পন্ত?
    হিন্দুস্তান টাইমস | ০২ মে ২০২৪
  • টি২০ বিশ্বকাপের দলে কামব্যাক করেছেন ঋষভ পন্ত। এভাবেও যে ফিরে আসা যায় সেটাই প্রমাণ করে দিয়েছেন উত্তরাখণ্ড থেকে উঠে আসা এই ক্রিকেটার। ভারতীয় দলের টি২০ স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি, একান্তই বর্তমান পারফরমেন্সের ওপর ভিত্তি করে। কেউ দাবি করতে পারবেন না, অতীতের পারফরমেন্সের জন্য তিনি এই দলে এসেছেন। এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন পন্ত। দলের পারফরমেন্স দিয়ে তাঁকে বিচার করলে হবে না। কারণ প্রথম দিকের কয়েকটা ম্যাচে পরপর ওয়ার্নার, মার্শরা ব্যর্থ হয়েছিলেন। তখন একাই রুখে দাঁড়িয়েছিলেন পন্ত। নিজের সাধ্য অনুযায়ী লড়ে গেছেন। এবারের আইপিএলে ইতিমধ্যেই ১১ ম্যাচে ৩৯৮ রান করেছেন পন্ত।

    আইপিএল শুরুর আগে প্রশ্ন ছিল তাঁর ফিটনেস নিয়ে। ভয়ঙ্কর দুর্ঘটনার পর গতবছর আইপিএল খেলা হয়নি। বিশ্বকাপও খেলতে পারেননি দেশের মাটিতে। অত বড় দুর্ঘটনার পর আদৌ সুস্থ হয়ে ফিরতে পারবেন কিনা সেই নিয়ে যেমন প্রশ্ন ছিল, তেমনই প্রশ্ন উঠেছিল মাঠে ফিরলেও আদৌ তিনি উইকেটকিপিং করতে পারবেন কিনা। দেখা গেছে, সবটাই করেছেন নিজের চেনা ছন্দেই। এবারের আইপিএলে ১১টা ক্যাচ নেওয়ার পাশাপাশি করেছেন তিনটি স্টাম্পও। দলে সুযোগ পাওয়ার পরই নিজের আবেগের কথা জানিয়েছেন পন্ত।

     

    তাঁর কাছে ভারতীয় দলের হয়ে খেলাটা এক মাত্র লক্ষ্য নয়, বরং জাতীয় দলের জার্সি গায়ে চাপানোটা তাঁর কাছে একটা দীর্ঘ পথের মতো, বলছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ছোটবেলার স্বপ্নকে কীভাবে বাস্তবে রূপান্তরিত করতে হয়, সেকথাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন ঋষভ পন্ত।

    পন্ত নিজের ছোটবেলা থেকে বর্তমানে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছেন, ‘ ছোটবেলা থেকেই ভাবতাম ভারতের হয়ে খেলতে হবে। আমি খেলেছি ভারতের হয়ে, কিন্তু এরপর কি? এবার ফের নতুন কোনও স্বপ্ন দেখতে হবে। জীবনে প্রতি সময়ই ছোট ছোট লক্ষ্য রাখতে হয়, পূরণ করার জন্য। যা খেলতে গেলে উদ্বুদ্ধ করে, এটা একটা দীর্ঘ পথ। আমার মতে ভারতের হয়ে খেলা শুধু আমার লক্ষ্য বা গন্তব্য নয়। এটা একটা দীর্ঘ যাত্রা’।

    হাঁটুর ভয়ঙ্কর চোট কাটিয়ে ফের স্বমহিমায় ফিরেছেন পন্ত। সামনে এখন প্রধান লক্ষ্য দেশের হয়ে টি২০ বিশ্বকাপ জয়ের। রিঙ্কু সিং সুযোগ পাননি স্কোয়াডে। ফলে জাতীয় দলের হয়ে ম্যাচ ফিনিশ করার কাজটাও এখন তাঁকেই করতে হবে। কারণ হার্দিক বা জাদেজা, কেউই তাঁর মতো ছন্দে নেই। প্রত্যাবর্তন তো হল, আইসিসির টি২০ বিশ্বকাপ জিতে সেই প্রত্যাবর্তন রাজকীয় হয় কিনা পন্তের,তার উত্তর দেবে সময়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)