• এবার কমবে গরম, মনেও থাকুক আনন্দ! পড়ুন দিনের সেরা ৫ জোকস, ফূর্তিতে কাটান দিন
    হিন্দুস্তান টাইমস | ০২ মে ২০২৪
  • ১। সিংহ সিগারেট ধরাচ্ছিল।

    হঠাৎ শিয়াল এসে বলল, ‘ভাই কেন সিগারেট খাস? নেশা ছাড় সোনা ভাই, আয় আমার সঙ্গে, দেখ এই বনটা কী সুন্দর!’

    সিংহ সিগারেট ফেলে শিয়ালের সঙ্গে যাওয়া শুরু করল। কিছু দূর যাওয়ার পর দেখে হাতি হুঁকো খাচ্ছে।

    শিয়াল আবার বলল, ‘কী দুঃখ তোর? এই সব ছেড়ে আমার সঙ্গে চল, দেখ এই বন কত সুন্দর।’ হাতি তার পিছে পিছে যাওয়া শুরু করল।

    আবার কিছু দূর যাওয়ার পর দেখে, বাঘ মদ খাচ্ছে। শিয়াল গিয়ে সুন্দর করে বোঝাল, ‘ছাড় এই সব নেশা। আমার সঙ্গে চল ভাই। দেখ বনটা কত সুন্দর!’

    বাঘ উঠে কশিয়ে এক চড় মারলো। শিয়াল কয়েক গজ দূরে গিয়ে পড়ল।

    হাতি বলল, ‘কী হল বাঘ ভাই? শিয়াল তো ভালো কথাই বলছিল, তুমি মারলে কেন?’

    বাঘ বলল, এই বদমাশ রোজ গাঁজা খেয়ে এইভাবে সবাইকে রাত ভর জঙ্গলে ঘোরায়।

    (২। রোগী গিয়েছেন ডাক্তারের কাছে। 

    রোগী: ডাক্তার সাহেব আমার সব সময় মনে হয় আমি অদৃশ্য হয়ে গিয়েছি।

    ডাক্তারবাবু: কে? কে কথা বলল?

    (৩। এক ভুলোমনা লোক দোকানে দুধ কিনতে গিয়েছেন। 

    দোকানদারকে বললেন, ‘এক কেজি দুধ দিন।’

    দোকানদার অবাক! বললেন, ‘দুধ আমরা কেজি হিসাবে বিক্রি করি না।’

    ক্রেতা তাতে বললেন, ‘তাহলে আশি সেন্টিমিটার দুধ দিন।’

    (৪। মনোচিকিৎসকের কাছে এসেছেন একজন। 

    রোগী: ‘প্রতি রাতেই আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। দেখি, আমার শ্বশুর জলে পড়ে গিয়েছেন। তাঁর দিকে এগিয়ে আসছে একটা কুমির। ভেবে দেখুন, ইয়া বড় বড় দাঁত, কুতকুতে চোখ, ঘৃণার দৃষ্টি, ঠান্ডা ম্যাড়মেড়ে চামড়া!’

    মনোচিকিৎসক: ঠিকই বলেছেন, এ এক ভয়ঙ্কর স্বপ্ন!

    রোগী: এখনও তো পুরোটা বলিইনি। কেবল শ্বশুরের কথা বললাম। কুমিরের কথা তো বলাই হয়নি!

    (৫। পরীক্ষার তারিখ পিছানোর জন্য ছাত্ররা হেডমাস্টারমশাইকে ধরেছে। ছাত্রদের আবদার শুনে তিনি রেগে গেলেন।

    হেডমাস্টারমশাই: এখন আর তারিখ পিছনো যাবে না। প্রশ্নপত্র প্রেসে চলে গিয়েছে। আর কোনও প্রশ্ন?

    এক ছাত্র: কোন প্রেসে স্যার?
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)