• Britain: ‌অবৈধ শরণার্থীদের ৯ থেকে ১১ সপ্তাহের মধ্যে রুয়ান্ডায় ফেরত পাঠাবে ব্রিটেন...
    আজকাল | ০২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ শরণার্থীদের ৯ থেকে ১১ সপ্তাহের মধ্যে পূর্ব মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় ফেরত পাঠাবে ব্রিটেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের অভিবাসন নীতি অনুযায়ী এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে। গত মাসেই ব্রিটিশ সংসদে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যাপারে একটি আইন অনুমোদিত হয়। এবছরের জুলাই মাসে শরণার্থীদের নিয়ে প্রথম বিমান রুয়ান্ডার উদ্দেশে রওনা হবে। এদিকে, মানবাধিকার সংগঠনগুলি ব্রিটেনের এই নতুন নীতির তীব্র সমালোচনা করেছে। গত বছরই ব্রিটিশ সুপ্রিম কোর্ট এটিকে অবৈধ বলে ঘোষণা করে। চলতি বছর এখনও পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি শরণার্থী ফ্রান্স থেকে ছোট, ছোট নৌকোয় করে ব্রিটেনে পৌঁছেছেন।
  • Link to this news (আজকাল)