• জিটিএ মামলায় স্বস্তিতে রাজ্য, সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের...
    আজকাল | ০২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তিতে রাজ্য। এই মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্ট জিটিএ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করে রাজ্য। বৃহস্পতিবার শীর্ষ আদালত এই মামলায় আগামী দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে। অভিযোগ, জিটিএ-র অধীনে প্রাথমিক, আপার প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই প্রায় ৭০০ জনের বেশি শিক্ষককে নিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, এই মামলায় দুর্নীতির অভিযোগ জানিয়ে বেশ কিছু বেনামী চিঠি পৌঁছায় বিচারপতির কাছে। তার সত্যতা কতটা কিংবা কারা এই চিঠি পাঠিয়েছিল তা জানতেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রথমে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেখানে আবেদন খারিজ হয়ে গেলে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। শীর্ষ আদালতের রায়ে কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্য।
  • Link to this news (আজকাল)