• চাকরি বাতিল হওয়া শিক্ষকরাই মাধ্যমিকের খাতা দেখলেন? ফল প্রকাশের পর উঠছে প্রশ্ন...
    আজকাল | ০২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার ৮০ দিন পর বৃহস্পতিবার ফল প্রকাশ হল মাধ্যমিক পরীক্ষার। প্রথম দশে রয়েছে ৫৭ জন পড়ুয়া। পাশের হারে সবথেকে এগিয়ে রয়েছে কালিম্পং জেলা। তবে সুষ্ঠুভাবে পরীক্ষার ফল প্রকাশ হলেও প্রশ্ন উঠছে খাতার মূল্যায়ন নিয়ে। কয়েকদিন আগেই ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এই রায় যখন জানানো হয়েছে তখন মাধ্যমিক পরীক্ষার সব খাতারই মূল্যায়ন শেষ। হয়তো ফল প্রকাশের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে যাদের চাকরি বাতিল হয়েছিল তাঁদের মধ্যে শিক্ষাকর্মী ছাড়াও তো কিছু শিক্ষক ছিলেন যাদের চাকরি হয়েছিল দুর্নীতির মাধ্যমে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে তাঁরাও যুক্ত রয়েছেন কিনা। হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের পর প্রশ্ন উঠেছে সেই মূল্যায়ন নিয়েই। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। পরীক্ষা শেষ হলে বিদ্যালয়ের তরফে শিক্ষকদের নাম পর্ষদের কাছে পাঠানো হয় যাঁরা খাতা দেখবেন। শুধুমাত্র সেই তথ্যই পর্ষদের কাছে থাকে। বাকি খাতা যাঁরা দেখছেন সেই তথ্য নির্দিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে থাকছে’। রামানুজবাবু আরও জানান, কমপক্ষে ২ বছর চাকরি করার পরেই শিক্ষকরা মাধ্যমিকের খাতা দেখার অনুমতি পান। সেক্ষেত্রে ২০১৬ সালে চাকরি পাওয়া শিক্ষকরা মূল্যায়ন করেছেন বলেই অনুমান করা হচ্ছে। আগামী ৮ মে ফলপ্রকাশ রয়েছে উচ্চমাধ্যমিকের। সেই রেজাল্টেও একই বিতর্কের সৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে হাইকোর্টের এই চাকরি বাতিলের সিদ্ধান্তে রাজ্যে বর্তমানে প্রায় ২৬,০০০ শূন্যপদ তৈরি হয়েছে শিক্ষাক্ষেত্রে। আর মাধ্যমিক পরীক্ষার গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রচুর শিক্ষাকর্মীর প্রয়োজন। ফলে, নিয়োগ না হলে অথবা বাতিল হওয়া প্রার্থীদের চাকরি না ফিরলে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব তা ভেবেই মাথায় হাত পড়েছে পর্ষদের।
  • Link to this news (আজকাল)