• Weather: ‌তীব্র গরমের মধ্যে স্বস্তির বৃষ্টির বার্তা, তাপমাত্রা কমবে?‌...
    আজকাল | ০২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তীব্র গরমের মধ্যে স্বস্তির বৃষ্টির বার্তা দিল হাওয়া অফিস। তবে তাতে আদৌ স্বস্তি ফিরবে কিনা তা বলা মুশকিল। হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনায়। আগামী সোম ও মঙ্গলবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির ফলে কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা। তবে আগামী দু–তিন দিন জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার অতি তীব্র তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে। এদিকে, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃহস্পতিবার তাপপ্রবাহ চলবে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
  • Link to this news (আজকাল)