• কংগ্রেসের 'শেহজাদা'কে প্রধানমন্ত্রী করতে মরিয়া পাকিস্তান, নিশানা মোদীর
    Aajtak | ০২ মে ২০২৪
  • 'শেহজাদা'কে প্রধানমন্ত্রী করতে মরিয়া পাকিস্তান। গুজরাতে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, কংগ্রেস দল পাকিস্তানের 'মুরিদ' (অনুসারী)। মোদী বলেন,'কংগ্রেস এখানে মরছে এবং পাকিস্তানিরা কাঁদছে> পাকিস্তানের নেতারা কংগ্রেসের শেহজাদাকে ভারতের প্রধানমন্ত্রী করতে চায়।'

    পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরি ফাওয়াদ হুসেন এক্স-এ রাহুল রাহুল গান্ধীর প্রশংসায় কয়েকটি শব্দ লেখেন। যার ভিত্তিতে বিজেপি কংগ্রেসকে কোণঠাসা করছে। নিউটন নামের এক্স ইউজার তার হ্যান্ডেল থেকে রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তৃতার একটি ক্লিপ পোস্ট করেছিলেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে আক্রমণ করছেন। এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে চৌধুরি ফাওয়াদ হুসেন লিখেছেন, 'রাহুল অন ফায়ার'। এর পরে, বিজেপি আইটি-সেলের প্রধান অমিত মালভিয়া পাকিস্তানি রাজনীতিকের পোস্টের একটি স্ক্রিনগ্র্যাব শেয়ার করেছেন এবং লিখেছেন, 'পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের জোট এর চেয়ে বেশি স্পষ্ট হতে পারে না।' আজ সেই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও। 

    জনসভায় মোদী আরও বলেন, 'এটি আমার গ্যারান্টি যে আমি ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে 24x7 কাজ করব। দেশ ৬০ বছর ধরে কংগ্রেসের শাসন দেখেছে এবং ১০ বছর ধরে বিজেপির 'সেবা-কাল' দেখেছে। কংগ্রেসের ৬০ বছরের শাসনে, প্রায় ৬০ শতাংশ গ্রামীণ জনসংখ্যা শৌচাগারের সুবিধা পায়নি। মাত্র ১০ বছরেই এই কাজ করেছে বিজেপি। আমি কংগ্রেসকে লিখিতভাবে দেওয়ার জন্য চ্যালেঞ্জ করছি যে তারা ধর্মীয় ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার জন্য সংবিধান পরিবর্তন করবে না।'
  • Link to this news (Aajtak)