• বারাণসীতে মোদির বিরুদ্ধে ভোটে লড়বেন, জানালেন মিমিক্রি শিল্পী শ্যাম রঙ্গিলা
    বর্তমান | ০২ মে ২০২৪
  • নয়াদিল্লি, ২ মে: মিমিক্রি করেই জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিমিক্রি করে সকলের নজর কাড়েন। সেই মিমিক্রি শিল্পী শ্যাম রঙ্গিলা এবারের লোকসভা ভোটে লড়ছেন মোদির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলের পরিচিত হয়ে উঠেছেন শ্যাম রঙ্গিলা। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ভিডিও বানিয়ে বিপাকেও পড়েছেন তিনি। কিন্তু এবার মোদির বিরুদ্ধেই বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার কথা খোদ জানিয়েছেন শ্যাম রঙ্গিলা। গতকাল, বুধবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানান, ‘আমি বারাণসী কেন্দ্র থেকে লড়ব কারণ আজকাল কোনও নিশ্চয়তা নেই যে কে কখন মনোনয়ন প্রত্যাহার করে নেয়। আমি প্রার্থী হওয়ায় বারাণসীর মানুষেরা ভোটদানের সময় অপশন পাবে। সুরাত, ইন্দোরের মতো হবে না। আমি এই সপ্তাহেই বারাণসী যাবো ও মনোনয়ন জমা দেব।’ মিমিক্রি শিল্পী হলেও শ্যাম রঙ্গিলা কিছু মাস আগেই আম আদমি পার্টিতে যোগ দেন। রাজস্থানের বিধানসভা নির্বাচনে রঙ্গিলাকে দায়িত্বও দেয় আপ নেতৃত্ব। যদিও গেরুয়া ঝড়ের সামনে রাজস্থানের বিধানসভা নির্বাচনে দাঁত ফোঁটাতে পারেনি আপ। কিন্তু শ্যাম রঙ্গিলার বারাণসীতে প্রার্থী হওয়া কিছুটা চাপে পড়লেন মোদি।
  • Link to this news (বর্তমান)