• লকআপেই আত্মহত্যা সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তের
    বর্তমান | ০২ মে ২০২৪
  • মুম্বই: পুলিসি হেফাজতেই আত্মহত্যা করল সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় এক অভিযুক্ত। কিছুদিন আগেই এই ঘটনার তদন্তে নেমে একদল দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিস। গতকাল, বুধবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের লকআপেই আত্মহত্যা করে অভিযুক্ত অনুজ থাপন (৩২)। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত অনুজ শৌচাগারে গিয়ে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়েই তড়িঘড়ি অনুজকে জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রবিবার সকালে জানা যায় যে সলমন খানের বাড়ির বাইরে গুলি চলেছে। সেই ঘটনার তদন্তে নেমে পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয় অনুজ থাপনকে। তবে তার আগে গুজরাতের ভুজ থেকেও দু’জনকে গ্রেপ্তার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ধৃতরা বিহারের বাসিন্দা বলে জানা যায়। সেই দুই ধৃতদের নাম ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। অভিযুক্ত ভিকি গুপ্তা, সাগর পাল এবং অনুজ থাপনকে ৮ মে পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানো হয়েছিল। এবার সেখানেই আত্মহত্যা করল অনুজ।
  • Link to this news (বর্তমান)