• India in UN | Palestine: হঠাৎ ভোল বদল! রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্টাইনের সদস্যপদের সমর্থনে মুখ খুলল ভারত
    ২৪ ঘন্টা | ০২ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ প্যালেস্টাইন এবং ইজরায়েলের জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি ভারতের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। কাম্বোজ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বলেন, ‘... ভারত একটি দ্বি-রাষ্ট্র সমাধান সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে প্যালেস্টিনীয় জনগণ ইজরায়েলের নিরাপত্তার প্রয়োজনকে মাথায় রেখেও একটি নিরাপদ সীমান্ত দিয়ে ঘেরা একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে সক্ষম হয়।“কাম্বোজ ৭ অক্টোবর, ২০২৩ সালে হামাসের মাধ্যমে ইজরায়েলের উপর হামলার নিন্দা করেছিলেন কিন্তু এটাও বলেছিলেন যে "আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনকে সকলের সকল পরিস্থিতিতে সম্মান করা উচিত"। ভারত গাজায় আটকে থাকা ইজরায়েলি বন্দিদের নিঃশর্ত মুক্তিরও দাবি করেছে।

    মানবিক সহায়তা প্রসঙ্গে কাম্বোজ বলেন, ভারত প্যালেস্টিনীয়দের সাহায্য অব্যাহত রাখবে। তিনি বলেন, "পরিস্থিতির আরও অবনতি এড়াতে গাজার জনগণের জন্য অবিলম্বে মানবিক সহায়তা দেওয়া জরুরি। আমরা এই প্রচেষ্টায় সকল পক্ষকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।“১৮ এপ্রিল রাষ্ট্রসংঘের সদস্যপদের জন্য প্যালেস্টিনীয়দের আবেদনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার পর বুধবার ইউএনজিএ-র বৈঠকে, কাম্বোজ আশা প্রকাশ করেন যে প্যালেস্টাইনের সদস্যপদ যথাসময়ে পুনর্বিবেচনা করা হবে এবং প্যালেস্টাইনের প্রচেষ্টাকে সদস্যদের সমর্থন পাবেন।মার্কিন যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা ব্যবহার করে ১৮ এপ্রিল প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বিষয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে বাধা দেয়। ভোটের ফল হয় ১২-১। একটি মার্কিন ভেটো এবং দুটি অনুপস্থিতি। ইউএনএসসি খসড়া প্রস্তাব গ্রহণ করেনি। এই প্রস্তাব প্যালেস্টাইনকে রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের অনুমতি দেওয়ার জন্য বৃহত্তর জাতিসংঘের সদস্যদের নিয়ে একটি ভোট আয়োজনের জন্য সাধারণ পরিষদকে সুপারিশ করবে।একটি খসড়া রেজল্যুশন পাস করার জন্য, UNSC-এর প্রস্তাবের পক্ষে কমপক্ষে নয়জন সদস্য থাকতে হবে। পাশাপাশি এর স্থায়ী সদস্য অর্থাৎ চিন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করবে না।কাম্বোজ বলেন, "যদিও আমরা লক্ষ্য করেছি যে রাষ্ট্রসংঘে সদস্যপদ পাওয়ার জন্য প্যালেস্টাইনের আবেদনটি পূর্বোক্ত ভেটোর কারণে নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়নি। আমি এখানে শুরুতেই বলতে চাই যে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখে, আমরা আশা করি যে এটি যথাসময়ে পুনর্বিবেচনা করা হবে এবং রাষ্ট্রসংঘের সদস্য হওয়ার জন্য প্যালেস্টাইনের প্রচেষ্টাকে সমর্থন করা হবে।"অন্যদিকে প্যালেস্টাইন এবং হামাস-ইজরায়েল সংঘাতের বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্টের অভিযোগে মুম্বইয়ের সোমাইয়া স্কুলের অধ্যক্ষকে পদত্যাগ করতে বলা হয়েছে।পারভীন শেখ, বিদ্যাবিহারের সোমাইয়া স্কুলে ১২ বছর ধরে কাজ করছিলেন। এর মধ্যে ৭ বছর আগে তিনি এর অধ্যক্ষ হয়েছিলেন। তিনি পদত্যাগ করতে অস্বীকার করে বল্রছেন ‘কারণ আমি সংস্থাকে শতভাগ দিয়েছি’৷কর্ণাটকে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের জন্য আটক ২০ বছর বয়সী একজন যুবক থেকে শুরু করে ৯২ বছর বয়সী প্রাক্তন সাংসদ জম্মু পুলিস হেফাজতে একটি রাত কাটিয়েছেন। দেশ জুড়ে অনেকেই তাঁদের মন্তব্য বা প্রতিবাদের কারণে পুলিসি পদক্ষেপের মুখোমুখি হয়েছেন। প্যালেস্টাইন-ইজরায়েল সংঘাতের সাম্প্রতিক বৃদ্ধি এবং গাজায় চলমান বোমাবর্ষণের সঙ্গে সম্পর্কিত এই মন্তব্য। বেশ কয়েকজন বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, কয়েকজনকে আটক করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)