• ৩০ শতাংশ লোক মসজিদ ভাঙলে ৭০ শতাংশ লোক চুপ করে বসে থাকবে না, বললেন তৃণমূল বিধায়ক
    হিন্দুস্তান টাইমস | ০২ মে ২০২৪
  • ভোট প্রচারে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক হুমায়ুঁ কবিরের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভরতপুরের বিধায়কের একটি বক্তব্যের অংশ শেয়ার করে এই অভিযোগ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। ওই বক্তব্যে হুমায়ুঁকে বলতে শোনা যাচ্ছে, ৩০ শতাংশ লোক মসজিদ ভাঙলে মুর্শিদাবাদ জেলার ৭০ শতাংশ লোক বসে থাকবে না। অমিত মালব্যর উদ্বেগ, ভেবে দেখুন, গোটা পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়লে কী হতে পারে?

    পড়তে থাকুন: মুর্শিদাবাদে কংগ্রেস নেতাকে বন্দুক হাতে তাড়া করলেন TMCর অঞ্চল সভাপতি

    অমিত মালব্যের শেয়ার করা ভিডিয়োয় হুমায়ুঁ কবিরকে বলতে শোনা যাচ্ছে, ‘২ ঘণ্টার মধ্যে যদি তোমাদের ভাগীরথিতে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। তোমরা হাতির পাঁচ পা দেখেছো? কিন্তু যদি ভেবে থাকো, ৩০ শতাংশ লোক মুর্শিদাবাদ জেলায় আমরা ৭০ শতাংশ। এখানে রামনগরে তোমরা বেশি আছো বলে কাজিপাড়ার মসজিদ ভাঙবে? আর বাকি এলাকায় মুসলিম ভাইয়েরা হাত গুটিয়ে বসে থাকবে এটা কোনও দিন হবে না, বিজেপিকে আমি বলছি’।

    এই ভিডিয়ো পোস্ট করে অমিত মালব্য লিখেছেন, ‘মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু। তাদের জনসংখ্যা মাত্র ২৮ শতাংশ। বুঝুন তাদের ওপর কী চলছে। ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়লে তাদের জন্য কী অপেক্ষা করে আছে।’

    তিনি আরও লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি নতুন শিখরে পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে হিন্দুরা বাংলায় দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো বসবাস করছেন। উনি কি এই বিধাককে দল থেকে ছুড়ে ফেলে দেওয়ার সাহস দেখাবেন? যে সব বুদ্ধিজীবীরা হিন্দুদের বিরুদ্ধে নিয়ম করে বিষ ছড়ান তাঁরা কি মুখ খুলবেন?’

    এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে হুমায়ুঁ কবির বলেন, ‘আমি বিজেপিকে নিয়ে এই মন্তব্য করেছি। এর সঙ্গে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই। ভোটের মুখে নজর ঘোরাতে ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি।’

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)