• T20 World Cup-র আগে শ্রীলঙ্কা দলের সঙ্গে যুক্ত হলেন আক্রম, পেলেন গুরু দায়িত্ব
    হিন্দুস্তান টাইমস | ০২ মে ২০২৪
  • শুভব্রত মুখার্জি:- আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে ১ জুন থেকে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। উন্মোচিত হয়েছে বিভিন্ন দেশের নয়া জার্সিও। ইতিমধ্যেই আমেরিকাতে পিচ বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে। টি-২০ বিশ্বকাপের আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও তাদের নয়া কোচিং স্টাফদের নামও ঘোষণা করা হয়েছে। আর এবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফেও তাদের আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে বোলিং 'পরামর্শদাতার' নাম ঘোষণা করা হল।

    টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বোলারদের অনুশীলন করিয়ে তাদেরকে বিশ্বকাপের জন্য তৈরি করার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে কিংবদন্তি পাকিস্তানি পেসার তথা প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমকে। শ্রীলঙ্কা বোর্ডের তরফে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। লঙ্কান বোর্ডের তরফে একটি বোলিং অনুশীলন শিবিরের আয়োজন করা হচ্ছে। এই শিবির চলবে দুই দিন। দুই দিন ব্যাপী এই শিবিরে শ্রীলঙ্কান বোলারদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি করবেন আক্রম। ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছেন আক্রম। যা জানা যাচ্ছে বৃহস্পতিবার থেকেই শুরু হবে এই দুই দিনের অনুশীলন ক্যাম্প।

    এই অনুশীলন শিবিরে নেতৃত্ব দেবেন ওয়াসিম আক্রম। জাতীয় দলের বোলারদেরকে কাছ থেকে পর্যবেক্ষণ করার পাশাপাশি তাদের ভুল ত্রুটি শুধরে দিয়ে তাদেরকে উন্নতির আরও পরামর্শ দেবেন আক্রম। তবে বোলারদেরকে অনুশীলন করানোর পাশাপাশি আরও একটি দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াসিম আক্রামকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স কোচ এবং বড় বড় স্থানীয় ক্লাবগুলোর কোচদেরকেও প্রশিক্ষণ দেবেন ওয়াসিম আক্রম। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে সব মিলিয়ে মোট পাঁচটি সেশন ওয়াসিম আক্রম করাবেন। যেখানে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পেস অ্যাকাডেমি, হাই পারফরম্যান্স কোচ এবং বড় ক্লাবের কোচদের প্রশিক্ষণ দেবেন।

    এর পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্যদের বিশ্বকাপের যে অনুশীলন তাও তদারকি করবেন তিনি। আইসিসি আয়োজিত পুরুষদের আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার জাতীয় দলের বোলারদের বোলিং অনুশীলন করাবেন তিনি। দেশের জাতীয় দলের মানোন্নয়নের পাশাপাশি দেশের ক্লাব, ফাই পারফরম্যান্সের কেন্দ্রগুলিরও মানোন্নয়ন ঘটানোই মূল লক্ষ্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। আর সেই কারণেই তাদের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)