• ‘‌তৃণমূল আর বিজেপি হল, একই মুদ্রার এপিঠ–ওপিঠ’‌, চাপে পড়ে বয়ান বদল অধীরের
    হিন্দুস্তান টাইমস | ০২ মে ২০২৪
  • চাপে পড়ে এবার বয়ান বদলালেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। আসলে তাঁর ওই ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়ায় লোকসভা নির্বাচনের মরশুমে চাপে পড়ে যান তিনি। তৃতীয় দফায় মালদা উত্তর–দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ আসনে নির্বাচন রয়েছে। এই আবহে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর একটি মারাত্মক বক্তব্য–সহ ভিডিয়ো ফাঁস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাতে বিজেপিকে সমর্থন করার কথা বলতে শোনা গিয়েছে। অথচ ইন্ডিয়া জোটে রয়েছে তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, জয়রাম রমেশকে মন্তব্য করতে হয়। আর আজ, বৃহস্পতিবার ড্যামেজ কন্ট্রোল করতে সাংবাদিক বৈঠক করলেন অধীর চৌধুরী।

    এদিকে বাংলায় কংগ্রেস–সিপিএমের আসন সমঝোতা হয়েছে। একে অন্যের হয়ে বড় প্রশংসা করে সভা করছেন। এই আবহে কংগ্রেস প্রার্থী মূর্তজা হোসেনের সমর্থনে সভা করতে যান অধীররঞ্জন চৌধুরী। সেখানেই সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপিকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেন বহরমপুরের বিদায়ী সাংসদ। ওই সভা মঞ্চ থেকে অধীর চৌধুরীকে একাধিকবার বলতে শোনা গেল, ‘‌তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে দেওয়া।’‌ এই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। ওই আট সেকেন্ডের ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল।

    আরও পড়ুন:‌ ‘‌শুভেন্দুর থেকে শেখা উচিত সুদীপের’‌, দলের নেতার বিরুদ্ধে বিদ্রোহ চরমে তুললেন কুণাল

    অন্যদিকে বিষয়টি নিয়ে জলঘোলা হলে আসরে নেমে পড়ে কংগ্রেস হাইকমান্ড। এই বিষয়ে সংবাদসংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে শীর্ষ নেতা জয়রাম রমেশ বলেন, ‌‘‌আমি ওই ভিডিয়ো দেখিনি। আর জানি না কোন প্রেক্ষিতে এমন কথা তিনি বলেছেন। তবে একটা বিষয় আমি পরিষ্কার করে জানাতে চাই যে, কংগ্রেসের এখন একমাত্র লক্ষ্য, বিজেপি ২০১৯ সালে যে আসন পেয়েছিল বাংলায় তা বড় রকমের হ্রাস হোক। এটা বিধানসভার ভোট নয়। এটা লোকসভার ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, তাঁর দল তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে আছে। যদিও বাংলায় আমাদের আসন সমঝোতা হয়নি।’‌

    আরও পড়ুন:‌ ‘‌তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে দেওয়া’, প্রকাশ্যে বলছেন অধীর

    আরও পড়ুন:‌ ‘‌কংগ্রেসের একমাত্র লক্ষ্য বিজেপির আসন হ্রাস করা’‌, অধীরের মন্তব্য নিয়ে জয়রামের বার্তা

    এই পরিস্থিতিতে আর কোনও উপায় দেখতে পাননি অধীর চৌধুরী। তাই বিষয়টি নিয়ে এবার মুখ খুলতে বাধ্য হলেন। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‌এটা খোলা মঞ্চ। এখানে কোনও চুরি বা লুকোনোর বিষয় নেই। আমি বলতে চেয়েছি, তৃণমূল আর বিজেপির মধ্যে যে অলিখিত জোট হয়েছে তাতে তৃণমূলকে ভোট দেওয়া আর বিজেপিকে ভোট দেওয়া একই ব্যাপার। তৃণমূল আর বিজেপি হল, একই মুদ্রার এপিঠ–ওপিঠ। আসলে ওরা যমজ ভাই। বুঝেছেন?‌’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)