• NILANKAN: স্কুলের প্রত্যাশা এবং জানার তাগিদ থেকেই সাফল্য, মহাকাশ নিয়ে গবেষণা করার ইচ্ছে নীলাঙ্কনের...
    আজকাল | ০৩ মে ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: কখনই র‍্যাঙ্ক করার জন্য পড়াশোনা করেনি। পড়াশোনা করেছে জানার আগ্রহ থেকে। আর তা থেকেই মাধ্যমিকে ৯৭.৭১ শতাংশ নম্বর পেয়ে দশম স্থান অর্জন করেছে ব্যান্ডেল এলিট কো এডুকেশন স্কুলের ছাত্র নীলাঙ্কন মন্ডল। মেধাবী হলেও, পড়াশোনায় তেমন মনযোগ ছিল না। তাই মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফল তেমন ভাল হয়নি। কিন্তু তার প্রতি বরাবরই স্কুলের প্রত্যাশা ছিল। তাই স্কুল থেকে মা বাবাকে ডেকে পাঠানো হয়েছিল। সেদিন অনেকক্ষণ কথা হয়েছিল শিক্ষকদের সঙ্গে। বাড়ি ফিরে বাবা মায়ের সঙ্গে কথা বলার পরেই এক অদ্ভুত পরিবর্তন হয় নীলাঙ্কনের মধ্যে। বোঝানো হয়েছিল। বেড়ে যায় পড়াশোনার প্রতি মনোযোগ। পাণ্ডুয়া স্টেশন রোডের বাসিন্দা পার্থসারথী মন্ডল ও সুজাতা মন্ডলের ছেলে নীলাঙ্কন। মাধ্যমিকে তাঁর মোট প্রাপ্য নম্বর ৬৮৪। বাবা পার্থ সারথী মন্ডল কালনা শ্রী শ্রী নীগমানন্দ বিদ্যামন্দিরের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। মা সুজাতা মন্ডল গৃহবধূ। ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের। বাংলা এবং পদার্থ বিজ্ঞান ছাড়া বাকি পাঁচটি বিভাগে পাঁচজন শিক্ষক ছিল নীলাঙ্কনের। বাবা পদার্থ বিজ্ঞানের শিক্ষক হওয়ায় বাবার কাছেই পদার্থ বিজ্ঞান পড়ত নীলাঙ্কন। আগামীদিনে গবেষণামূলক পড়াশোনায় মনোনিবেশ করার ইচ্ছে। অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করার স্বপ্ন নীলাঙ্কনের। এদিন পরীক্ষার ফল বেরোনোর পর নীলাঙ্কন জানিয়েছে, পড়াশোনায় তাঁর তেমন মনোযোগ ছিল না। তাই টেস্ট পরীক্ষার ফল ভাল হয়নি। তবে সেটাই ছিল তাঁর টার্নিং পয়েন্ট। স্কুল থেকে তাঁকে ডেকে অনেক বোঝানো হয়েছিল। শিক্ষকরা সকলে বলেছিলেন, তাঁকে নিয়ে স্কুল খুবই আশাবাদী। সে বুঝতে পারে তাঁর প্রতি স্কুলের প্রত্যাশা। পুনরায় তাঁর মধ্যে জেগে ওঠে জানার তাগিদ। আবার পড়াশোনার মধ্যে মনোনিবেশ করে সে। শুরু হয় রাত জেগে পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি গিটার বাজানো ও বিভিন্ন জায়গায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তার বিশেষ পছন্দের। একইসঙ্গে মহাকাশের অজানা তথ্য তাঁকে আকর্ষণ করে।
  • Link to this news (আজকাল)