• বেল্টে লুকানো ১ কোটি টাকার সোনা সহ পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ...
    আজকাল | ০৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের সীমান্তে সক্রিয় বিএসএফ। ১ কোটি টাকার সোনা পাচার রুখলেন দক্ষিণবঙ্গ সীমান্তের ৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা। ১৪টি সোনার টুকরো সহ গ্রেপ্তার হয়েছে এক চোরাকারবারী। জানা গিয়েছে, কাপড়ের বেল্টে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করছিল এক চোরাকারবারী। গোপন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সোনা পাচার হওয়ার আশঙ্কা থাকায় এদিন প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুসন্ধান করা হয়। বিএসএফ জওয়ানরা গেট কমান্ডারের উপস্থিতিতে প্রতিটি ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি শুরু করে। হঠাৎই সিসিটিভিতে দেখা যায় এক বৃদ্ধ হেঁটে আসছেন। তাঁর কোমরে ভারী কাপড় জড়ানো ছিল। তল্লাশি চালাতেই কোমরে বাঁধা কাপড় থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা। জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম রাম তরফদার। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যাক্তি জানিয়েছে, মাটিলা গ্রামের এক বাংলাদেশী নাগরিক তাঁকে ১৫০০ টাকা দিয়েছিল প্যাকেটটি চালান করার জন্য। সীমান্ত পার করে অজ্ঞাত কোনো ব্যক্তির হাতে দিতে হত ওই চোরাই সোনা। ইতিমধ্যেই, বাজেয়াপ্ত করা সোনা এবং ওই ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগদা কাস্টমস স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
  • Link to this news (আজকাল)