• C. V. Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে থানায় গেলেন রাজভবনের কর্মী ...
    আজকাল | ০৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের সাংবিধানিক প্রধান, সেই রাজ্যপালের বিরুদ্ধেই এবার উঠল শ্লীলতাহানির অভিযোগ। বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। সূত্রের খবর, এই অভিযোগ যিনি করেছেন, তিনি রাজভবনেরই অস্থায়ী কর্মী। ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেই খবর সূত্রের। আর তা নিয়েই বৃহস্পতিবার সন্ধেয় বাড়ছে রাজ্যের উত্তাপ। এদিকে বৃহস্পতিবার রাজভববনে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে দেশে। আগামিকাল রাজ্যে তিনটি নির্বাচনী প্রচার রয়েছে প্রধানমন্ত্রীর। সেই কারণে বৃহস্পতিবার কলকাতায় আসছেন মোদি। থাকবেন রাজভবনে। রাজভবনের দক্ষিণ দরজা দিয়ে আর ঘন্টাখানেকের মধ্যে প্রধানমন্ত্রীর রাজভবনে আসার কথা। শুক্রবার সেখান থেকেই নির্বাচনী প্রচারে যাবেন তিনি। আর তার ঠিক কিছুক্ষণ আগেই তোলপাড় রাজ্যপালকে নিয়ে। অভিযোগ করেছেন, ওই রাজভবনেরই অস্থায়ী এক কর্মী। সূত্রের খবর, তাঁর অভিযোগ, চাকরির প্রতিশ্রুতিতে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনায় রাজভবনের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে সকলে। যদিও ঘটনা প্রকাশ্যে আসার পর, কিছুক্ষণ কেটে গেলেও এখনও রাজ্যপাল বা রাজভবনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (আজকাল)