• SNU: এস এন ইউ-তে সত্যজিৎ রায়ের জন্মদিনে 'সত্যবাদী'
    আজকাল | ০৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব সিনেমার জগতে তাঁর নাম সোনার অক্ষরেই লেখা রয়েছে। তাঁর হাত ধরেই বাংলা সিনেমা আজ পরিণত। অস্কারজয়ী সেই বিরল প্রতিভাকে স্মরণ করল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। প্রবাদপ্রতিম চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিনের অনুষ্ঠানটির নাম অভিনব - ‘সত্যবাদী"। সত্যজিৎ রায়ের ১০৩ তম জন্মবার্ষিকী এক অন্য মাত্রা পেল গুণীজন সমাবেশে। কবি সুবোধ সরকার, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক, গীতিকার ও বক্তা চন্দ্রিল ভট্টাচার্য এবং সঙ্গীতশিল্পী উপল সেনগুপ্ত সত্যজিৎ রায়ের সৃষ্টির বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে তুলে ধরেন। ছিলেন এস এন ইউর উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, লেখিকা সঞ্চারী মুখোপাধ্যায় প্রমুখ। জাপানের জগদ্বিখ্যাত পরিচালক আকিরা কুরোসাওয়া বলেছিলেন, "সত্যজিৎ রায়ের সিনেমা না দেখা সূর্য এবং চাঁদ না দেখার সমান।" ‘সত্যবাদী’-র মাধ্যমে এস এন ইউ এই কিংবদন্তি পরিচালকের ভাবনা ফের একবার সকলকে স্মরণ করিয়ে দিল।
  • Link to this news (আজকাল)