• Sandeshkhali: ‌‌মুখবন্ধ খামে সন্দেশখালি কাণ্ডের রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে ...
    আজকাল | ০৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সন্দেশখালি কাণ্ডে রিপোর্ট জমা পড়ল। বৃহস্পতিবার সিবিআই রিপোর্ট জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ মুখবন্ধ খামে জমা দিয়েছে সিবিআই। এদিকে, রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ করেছে, সন্দেশখালিতে জমির রেকর্ড সংক্রান্ত বিষয়ে রাজ্য সহযোগিতা করছে না। যা শুনে আদালত রাজ্যকে তদন্তে প্র‌য়োজনীয় সহযোগিতার নির্দেশ দিয়েছে। রাজ্যের কাছে এই মামলা সংক্রান্ত কিছু নথিও চেয়েছে সিবিআই। যা এক সপ্তাহের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি সন্দেশখালি ইস্যুতে রাজ্যকে বেশ কিছু নির্দেশ দিয়েছিল আদালত। যেমন স্পর্শকাতর কয়েকটি এলাকায় সিসিটিভি লাগানো, রাস্তায় আলো লাগানো ইত্যাদি। সেসব কাজ এখনও হয়নি বলে অভিযোগ। হাইকোর্ট জানিয়েছে, অবিলম্বে নির্দেশ কার্যকর করা না হলে আদালত অবমাননার মামলা করা হবে। এদিকে, সন্দেশখালি মামলায় জাতীয় মানবাধিকার কমিশনকে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৩ জুন হবে মামলার পরবর্তী শুনানি। 
  • Link to this news (আজকাল)