• গ্যাংস্টার গোল্ডি ব্রার মৃতু্যর খবর ভুঁয়ো, জানাল মার্কিন পুলিশ
    দৈনিক স্টেটসম্যান | ০৩ মে ২০২৪
  • ওয়াশিংটন, ২ মে? আমেরিকায় খুন হয়েছেন গ্যাংস্টার গোল্ডি ব্রার, এমনটাই খবর মঙ্গলবার রাত থেকে রটে যায়৷ এই গোল্ডিই হলেন পাঞ্জাবি রকস্টার সিধু মুসেওয়ালা খুনে অন্যতম অভিযুক্ত৷ কিন্তু বৃহস্পতিবার মার্কিন পুলিশ জানায়, ওই ঘটনায় গোল্ডি ব্রারের মৃতু্য হয়নি৷ ভুল তথ্য ছডি়য়েছে সোশ্যাল মিডিয়ায়৷ পুলিশ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে ফেয়ারমন্ট এবং হোল্ট অ্যাভিনিউতে দুজনকে গুলি করা হয়৷ তাঁদের মধ্যে একজনের হাসপাতালে মৃতু্য হয়েছে৷ এরপরেই খবর ছডি়য়ে পডে় যে, কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রারকে খুন করা হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় গোল্ডি ও মুসেওয়ালার ছবি দিয়ে আগুনের মতো ছডি়য়ে পডে় সেই খবর৷ সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, তদন্তকারী অফিসার বলেছেন, অনলাইনে যে খবর ছডি়য়েছে তা সম্পূর্ণভাবে অসত্য৷ মার্কিন পুলিশ নিশ্চিত হতে পারে যে, গুলিতে যে ব্যক্তি মারা গিয়েছেন তাঁর নাম জেভিয়ার গাল্ডনে৷ বয়স ৩৭৷
    উল্লেখ্য, জামিন অযোগ্য অসংখ্য ধারায় মামলা রয়েছে গোল্ডির বিরুদ্ধে৷লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শাগরেদ গোল্ডির নাম প্রকাশ্যে আসে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের পর৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)