• Madhyamik Result 2024: প্রেমিকের সঙ্গে দেখা করে এসে হঠাৎ-ই অসুস্থ! মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীর....
    ২৪ ঘন্টা | ০৩ মে ২০২৪
  • প্রদ্যুৎ দাস: মাধ্য়মিকে পাস করেছিল! তাহলে? ছাত্রীর মৃত্যুতে এবার চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। অস্বাভাবিক মৃত্যুর  মামলা রুজ করে তদন্তে নেমেছিল পুলিস।

    পুলিস সূত্রের খবর, মৃতের নাম রেশমী রায়। বাড়ি, ময়নাগুড়ির টেকাটুলি এলাকায়। ময়নাগুড়ির বেতগারা চাঁরের বাড়ি নগেন্দ্রনাথ হাই স্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল রেশমী। ফল প্রকাশিত হয়েছে আজ, বৃহস্পতিবার। মাধ্য়মিক পাস করেছিল সে। স্কুল সূত্রে তেমনই খবর।পরিবারের লোকেরা জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিল রেশমী। এরপর বাড়ি খাওয়াদাওয়া করে। এর কিছুক্ষণ পর হঠাৎ-ই বমি করতে শুরু করে ওই মাধ্য়মিক পড়ুয়া। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি হাসপাতালে। শেষে যখন জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন রেশমীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।এদিকে বর্ধমান কাটোয়ায় আত্মহত্য়া করেছে মাধ্য়মিক উত্তীর্ণ পড়ুয়া। মৃতের নাম পৌলমী ঘোষ। কাটোয়া দুর্গা দাসী চৌধুরীরানী বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। প্রাপ্ত নম্বর ছিল ৪১৩। পরীক্ষার ফল আশানুরূপ হওয়ার হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল পৌলমী।   এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের রামভোলা হাইস্কুল চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ পেয়ে দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। তৃতীয় স্থানে ৩ জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ. স্কুলের পুষ্পিতা বাসুরি এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের  রঞ্জন পাল।চতুর্থ স্থানাধিকারী তপজ্যোতি মণ্ডল। হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র সে। পঞ্চম পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদ্বীপ বসাক। ষষ্ঠ হয়েছে মোট ৪ জন। এবছর মাধ্য়মিকে পাসের হারে সবচেয়ে বেশি কালিম্পংয়ে।
  • Link to this news (২৪ ঘন্টা)