• Governor C V Anand Bose Controversy: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির 'বিস্ফোরক' অভিযোগ রাজভবনেরই কর্মীর!
    ২৪ ঘন্টা | ০৩ মে ২০২৪
  • পিয়ালি মিত্র, EXCLUSIVE: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়েছে মহিলাকে। অভিযোগকারিণী রাজভবনেই কাজ করতেন বলে জানা গিয়েছে। ২০১৯ সাল থেকে রাজভবনেই কাজ করতেন ওই মহিলা! এমনই জানা গিয়েছে।আজই প্রধানমন্ত্রী আসবেন বলে তৎপরতা রাজভবনে। তার মধ্যেই রাজভবনের ওসির ঘরে হাজির এক মহিলা। রাজভবনের ওসির কাছে খোদ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান ওই মহিলা। খবর পেয়ে চলে আসেন হেয়ার স্ট্রিট থানার অফিসাররা। তারপর ওই মহিলাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়। ইতিমধ্যেই ওই মহিলা লিখিত অভিযোগ দিয়েছেন বলে খবর সূত্রে।ওই মহিলার অভিযোগ, রাজভবনে যে পিসরুম খোলা হয়েছে। বর্তমানে সেখানে পিবিএক্স-এ কাজ করেন তিনি। গত ১৯ তারিখ রাজ্যপাল যখন পিসরুম ভিজিটে যান, তখন ওই মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। তারপর থেকে রাজ্যপাল তাঁকে বিভিন্নভাবে নিরিখ করতে থাকেন। এমনকি কু-ইঙ্গিতও নাকি করেন! এরপর আজ দুপুরে তাঁকে রাজ্যপাল নিজের চেম্বারে ডেকে পাঠানো হয়। মহিলার অভিযোগ, চেম্বারে যাওয়ার পরই রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেন।ওই মহিলার অভিযোগ, তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন রাজ্যপাল। তাঁকে 'বিউটিফুল' বলেছেন। আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয় চাকরি দেওয়ার নামে তাঁর শ্লীলতাহানি করেন রাজ্যপাল। সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ হঠাৎ-ই রাজভবনের ওসির ঘরে হাজির হন ওই মহিলা। তারপরই শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সব মলে। তদন্ত শুরু করেছে পুলিস। খতিয়ে দেখছে সবদিক।
  • Link to this news (২৪ ঘন্টা)