• West Bengal Lok Sabha Election 2024: প্রথম দু'দফায় ভোটের 'প্রকৃত হার' কত? এবার কমিশনের দ্বারস্থ তৃণমূল!
    ২৪ ঘন্টা | ০৩ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রাজ্যে প্রথম দু'দফায় ভোট গ্রহণের 'প্রকৃত হার' কত? নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। আরটিআই করে লোকসভা, বিধানসভা অঞ্চল ভিত্তিক তথ্য-পরিসংখ্যান জানতে চাইলেন দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।

    বাংলার এবার লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে। ৭ মে তৃতীয় দফা। সেদিন ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে।এদিকে প্রথম দু'দফায় ভোটে ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল। গতকাল, বুধবার মুর্শিদাবাদের ফরাক্কায় নির্বাচনী জনসভায় খোদ  দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'যেদিন প্রথম দফার ভোট হল, যেদিন দ্বিতীয় দফার ভোট হল, আমরা প্রত্যেকেই নির্বাচন কমিশনের সূত্র ধরে, সব সংবাদমাধ্যমে লিখেছে, কোথায় কত ভোট হয়েছে, এবং নির্বাচন কমিশনও  সেটা জানিয়েছে। আমি গতরাতে ৯.৩০-র সময়ে হঠাৎ শুনতে পেলাম, ৫.৭৫ শতাংশ ভোট  যেখানে যেখানে বিজেপির ভোট পড়েছিল, সেইসব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশন নোটিস করেছে'।মমতার দাবি, 'নাগরিকদের সন্দেহ দূর করা জন্য EVM কারা তৈরি করেছে? চিপ কারা তৈরি করেছে? এই সংখ্যাটা বাড়ল কী করে? প্রথম দফায় কী ছিল? দ্বিতীয় দফায় কী ছিল? কত ভোটার ছিল? কত মেশিন ব্য়বহার হয়েছিল? সেটা জানতে চাই'। বলেন, 'হঠাৎ করে বেড়ে যাওয়ার মানে এটা তো নয়, ১৯ লক্ষ ভোটিং মেশিন পাওয়া যাচ্ছে না অনেকদিন ধরে। বিজেপিশাসিত রাজ্যগুলি নিজের ইচ্ছামতো লোকের ভোট পালটে দিয়ে, নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন! নির্বাচন কমিশনে আমরা বলব. মানুষের সন্দেহটা দূর করুন'।
  • Link to this news (২৪ ঘন্টা)