• ‘আমি জানি, অন্য অধিনায়করাও আমার কথা শুনছে’, স্পিনার নিয়ে পুরো ঘেঁটে দিলেন রোহিত!
    হিন্দুস্তান টাইমস | ০৩ মে ২০২৪
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে যে চার স্পিনার নিয়ে যাচ্ছে ভারত, সেটা পুরোপুরি তাঁর সিদ্ধান্ত। এমনই জানালেন রোহিত শর্মা। তবে শেষপর্যন্ত প্রথম একাদশে কোন কোন স্পিনার থাকবেন, তা খোলসা করেননি ভারতের অধিনায়ক। বরং তিনি জানান, অন্য দলের অধিনায়করা যে তাঁর সাংবাদিক বৈঠকে শুনছেন, সেটা তিনি ভালোভাবেই জানেন। তাই দলের কম্বিনেশন নিয়ে কিছু খোলসা করবেন না। বরং বিপক্ষ দলের অধিনায়কদের পুরোপুরি ঘেঁটে দিতে কোনও কসুর ছাড়েননি রোহিত। তিনি জানান, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের সঙ্গে দুই অ্যাটাকিং স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল থাকায় দলে ভারসাম্য বজায় থাকবে। পরিস্থিতির বিবেচনা করে নির্ধারণ করা হবে যে কোন কোন স্পিনার খেলবেন। চাহাল এবং কুলদীপ একসঙ্গে খেলতে পারেন। আবার কুলদীপের সঙ্গে জাদেজা ও অক্ষরকে খেলানো হতে পারে। আবার কুলদীপ বা চাহালকে নাও খেলানো হতে পারে বলে জানান রোহিত।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার রোহিত বলেন, ‘সব বিকল্প খোলা আছে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কী দেখব যে কোন কম্বিনেশনটা ঠিক, কোন কম্বিনেশন বেছে নেওয়া যেতে পারে। কারণ ওখানকার পিচের বিষয়ে আমি জানি না। কারণ আমি নিউ ইয়র্কে কখনও খেলিনি। তাই ওখানকার পিচ কেমন হবে, সেটা জানি না। আমরা আগে ওয়েস্ট ইন্ডিজে খেলেছি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আমরা আলাদা-আলাদা মাঠে খেলব। তাই প্রথমেই বুঝতে হবে যে কোন ধরনের পিচে খেলা হবে।’

    ভারতের অধিনায়ক আরও বলেন, ‘পিচ ও প্রতিপক্ষের ভিত্তিতে ঠিক করা হবে যে দলের সেরা কম্বিনেশন কোনটা। আমি এই বিষয়টির বেশি গভীর যেতে চাই না। আমি নিশ্চিত যে বিপক্ষ দলের অধিনায়করা এটা শুনছে। তাই একেবারে সংক্ষিপ্ত জবাব দেব আমি। আমি চারজন স্পিনারকে দলে চেয়েছিলাম। আমরা ওখানে (ওয়েস্ট ইন্ডিজ) প্রচুর ম্যাচ খেলেছি। ওখানকার পরিস্থিতির বিষয়ে আমরা জানি।’

    বিষয়টি আরও ব্যাখ্যা করে রোহিত জানান, গায়ানা এবং অ্যান্টিগায় সকাল ১০ টা নাগাদ নাগাদ ম্যাচ শুরু হয়। সেইসঙ্গে ঢিমেগতির পিচ যে স্পিনারদের সহায়তা করবে, সেরকমই ইঙ্গিত দিয়েছেন রোহিত। তবে সরাসরি তিনি জানাননি যে কেন চারজন স্পিনারকে বিশ্বকাপের মূল দলে নেওয়া হয়েছে। রোহিতের কথায়, 'কী কারণে চারজন স্পিনারকে নেওয়া হয়েছে, সেটা আমি এখনই ফাঁস করব না। ওখানে (বিশ্বকাপ খেলতে গিয়ে) আমি অবশ্যই কারণটা বলব।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)