•  ভিডিয়ো রাস্তা হয়নি, এখানে নেতারা এলে পেটানো হবে, ডাক দিলেন মালদহের গ্রামের বাসিন্দারা
    আনন্দবাজার | ১২ এপ্রিল ২০২৩
  • রাস্তা হয়নি। তাই পঞ্চায়েত নির্বাচনে ভোট চাইতে এলে নেতাদের পেটানো হবে ঝাঁটা, জুতো দিয়ে। এমনই ডাক দিলেন পুরাতন মালদহ ব্লকের সাহাপুর অঞ্চলের শান্তিপুর গ্রামের মহিলারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে গ্রামে ঢোকার রাস্তা নেই। আরও অভিযোগ, এ নিয়ে বার বার প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে দরবার করা হলেও কোনও সুফল মেলেনি। তাঁদের দাবি, তাঁরাই এক সময় উদ্যোগ নিয়ে চাঁদা তুলে মাটি ফেলে রাস্তা তৈরি করেছেন। এখন সেই রাস্তা প্রায় ভেঙে গিয়েছে বলে দাবি তাঁদের। সাহাপুর পঞ্চায়েতটি তৃণমূলের দখলে। পঞ্চায়েত প্রধান অনীক ঘোষ বলেন, ‘‘শান্তিপুর এলাকার মানুষের এই রাস্তার দাবি দীর্ঘ দিনের। আশা করি পঞ্চায়েত ভোটের পর রাস্তা হয়ে যাবে। বিরোধীরা পঞ্চায়েতে কোনও অর্থ বৈঠকে যান না। ফলে পঞ্চায়েতের বাজেট পাশ হচ্ছে না। আসলে বিরোধীরাই এলাকার মানুষের কোনও উন্নয়ন করতে চাইছে না।’’
  • Link to this news (আনন্দবাজার)