•  বাংলা ক্যালেন্ডারে ‘গ্রহণ’, তিথি বদলের আশায় মালদহের ব্যবসায়ীরা ১১ এপ্রিল ২০২৩ ২১:৪৩
    আনন্দবাজার | ১২ এপ্রিল ২০২৩
  • আসছে বাংলা নববর্ষ। আগে এই সময় ঘরে ঘরে পৌঁছে যেত বাংলা ক্যালেন্ডার। তবে এখন তার বাজার কমেছে। ক্যালেন্ডার ব্যবসায়ীদের মতে, গত কয়েক বছর ধরে বাংলা ক্যালেন্ডারের বিক্রি কমেছে প্রায় ৫০ শতাংশ। কিছু ব্যবসায়ী নববর্ষ উপলক্ষে হালখাতা করার জন্য বাংলা ক্যালেন্ডার কিনছেন। তা ছাড়া সাধারণ মানুষের কাছে বাংলা ক্যালেন্ডার নিয়ে কোনও উৎসাহ নেই বলেই দাবি তাঁদের। সেই তুলনায় ইংরেজি ক্যালেন্ডার বিক্রি ভাল হচ্ছে জানিয়েছেন ওই ব্যবসায়ীরা। হালখাতার দিনে বাংলা ক্যালেন্ডারের হাল বদলে যাক তা চাইছেন ব্যবসায়ীরা।
  • Link to this news (আনন্দবাজার)