• কোনও 'সেলিব্রিটি' নন, অণ্ডালের পুজো উদ্বোধনে করলেন ওঁরা!
    এই সময় | ০২ অক্টোবর ২০২২
  • রাজনৈতিক কর্মকর্তা হোক বা নাট্য-অভিনয় জগতের স্বনামধন্য শিল্পী। এক কথায় 'সেলিব্রিটি'দের হাতেই বারোয়ারি দুর্গাপুজো উদ্বোধনের রীতি চলে আসছে বহু বছর ধরে। কে, কোন সেলিব্রিটিকে দিয়ে ফিতে কাটিয়ে পুজো উদ্বোধন করবেন, তার একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা চলে বড় মাপের পুজো উদ্যোক্তাদের মধ্যে। উলটো পথে হেঁটে এক অনন্য নজির তৈরি করল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার অণ্ডালের সংঘশ্রী সংঘ সর্বজনীন পুজোর (Andal Sanghasree Sangha Durga Puja) উদ্যোক্তারা। পুজোর উদ্বোধন করলেন স্থানীয় অঞ্চলের এক কৃতি ছাত্র।

    কোনও সেলিব্রেটি নন, ফিতে কেটে মণ্ডপের উদ্বোধন করলেন কৃতি ছাত্র। তাঁকে সংবর্ধনা জানানো হল এভাবেই। অণ্ডাল সংঘশ্রী সংঘ সর্বজনীন পুজোর উদ্যোক্তাদের এক অভিনব উদ্যোগ। সংঘশ্রী সংঘের দুর্গা পুজোর উদ্বোধন হয় পঞ্চমীর দিন সন্ধ্যায়। এবার সংঘশ্রী সংঘের দুর্গাপুজো ৭৩ তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর এ বছরের মণ্ডপ তৈরি হয়েছে দিল্লির ইসকন মন্দিরের আদলে।

    মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেন অণ্ডাল উচ্চ বিদ্যালয়ের (Andal High School) মেধাবী ছাত্র প্রান্তিক পরিবারের সন্তু সাধু। সন্তু এবার উচ্চমাধ্যমিকে অভূতপূর্ব ফল করেছে। উদ্যোক্তারা জানান, কৃতী পড়ুয়াকে বরণ করা হয় এবং তাঁর হাত দিয়ে এই পুজোর উদ্বোধন করে। শুক্রবার অণ্ডাল ব্লকের আরও কয়েকটি পুজোর উদ্বোধন হয়। উখড়ার বিবিরবাঁধ পাড়ার জাগৃতি সংঘের ৩২ বছরের পুজো উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মহিলা পরিচালিত দ্বিতীয় বর্ষের খান্দরা সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। কিন্তু অণ্ডাল সংঘশ্রী সংঘ সর্বজনীন পুজোর উদ্বোধন পাড়ার এক কৃতি ছাত্রের হাত দিয়ে করানোর ঘটনায় আপ্লুত এলাকাবাসীও। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। তাঁকে দিয়ে পুজো উদ্বোধন করানোয় খুশি সন্তু সাধুও। অন্যান্য পুজোর মতো, পঞ্চমীর সন্ধ্যায় ফিতে কেটে অণ্ডাল সংঘশ্রী সংঘ সর্বজনীন পুজোর উদ্বোধন করেন সন্তু সাধু। এক পুজো উদ্যোক্তা জানান, "অনেকেই স্থানীয় রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব বা কোনও অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে পুজো উদ্বোধন করেন। আমাদের মনে হয়েছে, পাড়ার কৃতিরাও আমাদের গৌরব। তাই তাঁদের মধ্যে একজনকে দিয়ে এই পুজো উদ্বোধন করানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।"

    এমনিতেই রাজ্যজুড়ে একাধিক পুজোর উদ্বোধনের তালিকায় শীর্ষে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় একাধিক পুজো উদ্বোধনের পাশাপাশি, ভার্চুয়ালি জেলার একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বও পিছিয়ে নেই পুজো উদ্বোধনে। পিছিয়ে নেই টলিউডের সেলিব্রিটিরাও।
  • Link to this news (এই সময়)