• Atiq Ahmad: ছেলের পাশেই শায়িত থাকবে পিতা আতিকের দেহ, তিন অভিযুক্তের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাতে খুন করা হয় আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে।

    ঠিক তার দিনকয়েক আগেই পুলিশি সংঘর্ষে প্রাণ গিয়েছে আতিক পুত্রের। কয়েক ঘন্টা আগেই জানা গিয়েছিল, পুত্রের পাশেই কবর দেওয়া হবে পিতাকে। প্রস্তুত প্রয়াগরাজের কসারি মসারি কবরস্থান। আতিক ছেলের শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেনি। আদালতে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল তাকে। আজ দেহ ময়না তদন্তের পর তাদের দেহ নিয়ে যাওয়া হয় কবর স্থানে। ইতিমধ্যে জানা গিয়েছে, তিন সদস্যের বিচার বিভাগীয় কমিটি তদন্ত করবে আতিক-আশরাফ হত্যা কাণ্ডের। দুই ভাই হত্যা কাণ্ডে তিনজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। প্রয়াগরাজ ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দিয়েছে আজ। 

    আতিক হত্যার পর থেকেই উত্তপ্ত উত্তরপ্রদেশের রাজনীতি। সরকার পক্ষের দিকে আঙুল তুলেছে সব পক্ষ। ইতিমধ্যে জানা গিয়েছে আহমেদ ভাইয়েদের খুন করার জন্য অভিযুক্তরা ব্যবহার করেছিল বিদেশি পিস্তল। আতিক আশরাফকে মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেই খুন করা হয় তাদের। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তরা জানিয়েছেন, ছোটখাটো শুটারের কাজ ছেড়ে একলাফে বড়ো গ্যাংস্টার হওয়ার জন্যই এই খুনের পরিকল্পনা তাদের।
  • Link to this news (আজকাল)