• Tata Group: এবার আইফোন তৈরি করবে টাটা শিল্পগোষ্ঠী!
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: টাটা শিল্পগোষ্ঠী ভারতের উইস্ট্রন আইফোন ম্যানুফ্যাকচারিং কারখানা অধিগ্রহণ করবে।

    সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, অধিগ্রহণের কাজ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। সংস্থা দুটির মধ্যে চুক্তি সইয়ের সব ধরনের নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।

    আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি এপ্রিল মাসের শেষ নাগাদ সই হবে। কর্ণাটকে অবস্থিত কারখানাটি বর্তমানে আইফোন-১৪ এবং আইফোন-১২ মডেল তৈরিতে কাজ করছে। তা ছাড়া এই হাবে মোট আটটি অ্যাসেম্বলি লাইন সচল আছে। জানা গেছে, উইস্ট্রন আইফোন নির্মাণের হাব অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরেই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বল করার কাজ শুরু করার পরিকল্পনা করছে। 
    বর্তমানে মোট তিনটি তাইওয়ানি সংস্থা উইস্ট্রন, পেগাট্রন এবং ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য অ্যাসেম্বল করার জন্য দায়িত্বপ্রাপ্ত। তবে অচিরেই উইস্ট্রন ভারতের টাটা গ্ৰুপের হাতে তাদের ‘আইফোন’ ম্যানুফ্যাকচারিং ব্যবসা স্থানান্তর করে দেশ ছেড়ে যাবে। ফলে স্বাভাবিকভাবেই ফক্সকন আর পেগাট্রন নির্মাতাদ্বয় উৎপাদন পরিমাণ বাড়ানোর চেষ্টা করবে। সূত্র বলছে, শুধু উইস্ট্রন নয়, টাটা গ্ৰুপ পেগাট্রনের আইফোন উৎপাদন কারখানাও অধিগ্রহণ নিয়ে ভাবছে। যদিও এই প্রসঙ্গে বিস্তারিত কিছু জানা যায়নি। 
  • Link to this news (আজকাল)