• Arvind Kejriwal: 'আমি গ্রেপ্তারও হতে পারি', আশঙ্কা প্রকাশ করে সিবিআই দপ্তরে হাজিরা অরবিন্দ কেজরিওয়ালের
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

    আবগারি দুর্নীতি মামলায় রবিবার সিবিআইয়ের সদর দপ্তরে তাঁকে তলব করা হয়। সকাল সাড়ে ১১টা নাগাদ সিবিআই দপ্তরে পৌঁছন আপ সুপ্রিমো। 

    হাজিরার আগে আপের সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করেন কেজরিওয়াল। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আশঙ্কা প্রকাশ করেন, সিবিআই আধিকারিকরা তাঁকেও গ্রেপ্তার করতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'বিজেপি যদি নির্দেশ দেয়, তাহলে সিবিআই আমাকেও গ্রেপ্তার করতে পারে।' এখানেই থামেননি। কেন্দ্রের সরকারকে বিঁধে তিনি এও মন্তব্য করেন, 'ওরা কাউকেই ছাড়ে না। নির্দোষদেরও না। কথা না শুনলে, সকলকে জেলে পাঠাতে পারে। আমি দুর্নীতিগ্রস্ত হলে গোটা বিশ্বে কেউ সৎ নয়।' 

    সাংবাদিক বৈঠকের পর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান কেজরিওয়াল। সেখান থেকে সোজা সিবিআই দপ্তরে হাজিরা দেন। আপ সুপ্রিমোর সমর্থনে একাধিক রাজ্য থেকে সমর্থক ও নেতারা হাজির হন দলের সদর দপ্তরে। এদিন সিবিআই দপ্তরের সামনেও বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা ছিল। তার আগেই একাধিক আপ সমর্থককে আটক করে পুলিশ। 
  • Link to this news (আজকাল)