• দুবাইতে একটি আবাসনে অগ্নিকাণ্ডে হত ১৬, জখম ৯
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৩
  • দুবাই, ১৬ এপ্রিল: দুবাইতে একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, ওই আবাসনের চারতলায় গতকাল, শনিবার দুপুরে আগুন লাগে। আর সেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ১৬ জনের। জখম হয়েছেন ৯ জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দমকলের তৎপরতায় কয়েকঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু কীভাবে লাগল আগুন? তদন্ত করছে দমকল বিভাগ। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অগ্নিনির্বাপন সংক্রান্ত কোনও নীতি মানা হত না ওই ভবনে। নিরাপত্তার ক্ষেত্রেও রয়েছে গাফিলতি। সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল, শনিবার দুপুর ১২ টা ৩৫ মিনিট নাগাদ ওই আবাসনের চারতলায় আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আবাসিকদের অন্যত্র সরিয়ে আগুন নেভানোর কাজ করতে থাকে দমকলের কর্মীরা। দুপুর ২ টা ৪২ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম জনবহুল জায়গা হল দুবাই। কর্মসূত্রে বিভিন্ন দেশের নাগরিকরা থাকেন দুবাইতে।
  • Link to this news (বর্তমান)