• WATCH VIDEO: প্রবল গরমের মাঝেই হলদিয়ায় ঘূর্ণিঝড়! দেখুন ভিডিয়ো..
    ২৪ ঘন্টা | ১৭ এপ্রিল ২০২৩
  • কিরণ মান্না: প্রবল গরমে যখন নাজেহাল রাজ্যবাসী, তখন দফায় দফায় ঘূর্ণিঝড়! 'আগে কখনও দেখেননি', দাবি স্থানীয় বাসিন্দাদের। এই ঘুর্ণিঝড়ে অবশ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল, হলদিয়া শিল্পাঞ্চল।পাঁচ বছরে রেকর্ড গরম কলকাতায়। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাদ যাবে না মালদহ  ও দুই দিনাজপুর! আগামীকাল, সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কতদিন? শনিবার পর্যন্ত। শুধু তাই নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

    প্রবল গরমে তখন শুনশান রাস্তাঘাট। এদি দুপুরে হলদিয়া শিল্পাঞ্চলে সিটি সেন্টারের সামনে দেখা গেল ঘূর্ণিঝড়ের পাক! রাস্তার ধুলো পাক খেতে খেতে প্রবল বেগে উঠে যাচ্ছে উপরের দিকে! ঘটনাটি নজরে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দূর থেকে মোবাইলে ভিডিয়ো-ও তোলেন অনেকেই। স্রেফ সিটি সেন্টারের সামনেই নয়, এমন ঘুর্ণিঝড় আরও বেশ কয়েকটি এলাকায়ও দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।কেন এমন ঘটনা? আবহাওয়াবিদদের মতে, প্রবল গরমে তেতে উঠেছে ভৃ-পৃষ্ঠ। ফলে ভূ-পৃষ্ঠ লাগায়ো বাতাসও গরম হয়ে দিয়ে ওঠার কারণেই এই ঘুর্ণিঝড়ে সৃষ্টি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
  • Link to this news (২৪ ঘন্টা)