• Covid: মাস্ক পরুন, এড়িয়ে চলুন ভিড়, কোভিড নিয়ে ফের নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের
    আজকাল | ১৯ এপ্রিল ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা।

    যদিও গত দুই দিন করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। রাজ্যে এই মুহূর্তে সাড়ে ছ’শোর বেশি আক্রান্ত রয়েছেন। অন্যান্য রাজ্যের মতো বাংলায় পরিস্থিতি উদ্বেগজনক না হলেও, সংক্রমণ ঘিরে আগাম সতর্কতা অবলম্বনে ফের নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। 

    মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়েছে, করোনার নতুন প্রজাতির সংক্রমণে মৃদু উপসর্গ দেখা যাচ্ছে অনেকের মধ্যে। তাই এই পরিস্থিতিতে যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। বিশেষত অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক এবং কো-মর্বিডদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রেনে-বাসে যাতায়াতের সময় কিংবা ভিড় এলাকায় ঢুকলে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। 

    স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ফের স্যানিটাইজ করা এবং খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন। জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি হলে করোনা পরীক্ষা করান। অন্তত ১ সপ্তাহ ঘরবন্দি থাকুন।রাজ্যের করোনা সংক্রান্ত হেল্প লাইন নম্বর ১৪৪১৬। 
  • Link to this news (আজকাল)