• Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, সপ্তমীতেও ভাসবে কলকাতার রাস্তাঘাট, ভারী বৃষ্টি ৩ জেলায়
    আজকাল | ০২ অক্টোবর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: পুজোর আনন্দ মাটি করছে বৃষ্টি।

    ষষ্ঠীর দুপুর থেকে সন্ধে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে শহর ও শহরতলিতে। যার জেরে উত্তর কলকাতার একাধিক জায়গায় জল জমতেও দেখা গেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নবমী পর্যন্ত বৃষ্টি থেকে রেহাই মিলবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর। 

     

    হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পুজোর সময় এই জোড়া ঘূর্ণাবর্তের জেরেই ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। 

    রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। 

    অষ্টমী, নবমীতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। সোমবার ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। নবমীতে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 
  • Link to this news (আজকাল)