• Abhishek Banerjee-Suvendu Adhikari: শাহি-ফোন নিয়ে জোর চর্চা, জবাব,পাল্টা জবাবে কী বললেন শুভেন্দু-অভিষেক?
    আজকাল | ২১ এপ্রিল ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: বাজার গরম করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    বৃহস্পতিবার শুভেন্দুর সাংবাদিক সম্মেলনের পর এই ভাষাতেই প্রতিক্রিয়া জানাল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শুভেন্দু সম্পর্কে বলেন, 'বাজার গরম করা টুইটার নেতা।' প্রসঙ্গত, সিঙ্গুরের একটি জনসভায় শুভেন্দু দাবি করেন দলের সর্বভারতীয় তকমা ফিরে পেতে তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অমিত শাহকে ফোন করেছিলেন। বুধবার নাম না করে বিরোধী নেতাকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী বলেন, এটা  প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। এর পর বুধবারই টুইট করে শুভেন্দু জানান, সেই ফোন করা হয়েছিল ল্যান্ডফোন থেকে। সময়ে সব ফাঁস করবেন। 'ওয়েটিং ফর টুমরো'। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীর ফোনের কল ডিটেইলস রেকর্ড তিনি জনসমক্ষে আনতে চাইছেন না। তৃণমূল তাঁকে নোটিস দিয়েছে। তিনি চান মামলা হোক। মামলা হলে তিনি ৪ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মুখ্যমন্ত্রীর দুটি ল্যান্ড ফোনের কল ডিটেইলস রেকর্ড চাইবেন।
    এর কিছুক্ষণের মধ্যেই দলীয় একটি কর্মসূচি ঘোষণার পর শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে অভিষেককে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বিরোধী নেতার কাজই হচ্ছে মিথ্যা কথা বলা এবং মিথ্যা অভিযোগ করা। প্রতিবার টুইট করে বলেন বোমা ফাটাবো। ফাঁকা আওয়াজ। হাজার হাজার অভিযোগ করেছেন। একটারও প্রমাণ দিতে পারেননি।'
  • Link to this news (আজকাল)