• আচমকাই শাহরুখ, অমিতাভ, রাহুলের টুইটার অ্যাকাউন্ট থেকে গায়েব ব্লু টিক
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৩
  • নয়াদিল্লি, ২১ এপ্রিল: আচমকাই ব্লু টিক খোয়া গেল শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন, রাহুল গান্ধী, আলিয়া ভাট এমনকী বিরাট কোহলি, রোহিত শর্মার। গতকাল, বৃহস্পতিবার থেকে একে একে ওই তারকা এবং রাজনৈতিক ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টে আর দেখা যাচ্ছে না ব্লু টিক ব্যাচ বা চিহ্নের। কিন্তু হঠাৎ এই ঘটনা কেন ঘটল? জানা গিয়েছে, টুইটার কর্তা এলন মাস্ক আগেই ঘোষণা করেছিলেন, এবার থেকে নির্দিষ্ট অর্থ খরচ করলে তবেই বজায় থাকবে ব্লু টিক ব্যাচ বা চিহ্ন। ফেল কড়ি মাখো তেল। এই নীতিতে চলেন এলন মাস্ক। কিছুদিন আগেই তিনি ঘোষণা করেছিলেন মাসে নির্দিষ্ট অঙ্ক খরচ করলেই টুইটারে ব্লু টিক ব্যাচ বা চিহ্ন পাওয়া যাবে। আগে প্রভাবশালী কিংবা তারকাদের এই বিশেষ ব্যাচ দেওয়া হত। কিন্তু মাস্ক জানিয়ে দেন অর্থের বিনিময়েই এবার থেকে পাওয়া যাবে টুইটারে ব্লু টিক। গোট বিশ্বের পাশাপাশি ভারতেও চালু হয়েছে সেই পরিষেবা। তাই যারা টুইটারে ব্লু টিক টিকিয়ে রাখার জন্য টাকা খরচ করেননি তাঁদেরই প্রোফাইল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই বিশেষ চিহ্নটি। তালিকায় যেমন অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন তেমনই রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিল গেটসের মতো শিল্পপতিরাও। মাইক্রো ব্লগিং সাইট টুইটারের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট ব্যক্তিকে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য টুইটার ব্লুয়ের সাবস্ক্রিপশন নিতে হবে। যারা ওয়েব ভার্সানের মাধ্যমে টুইটার ব্যবহার করবেন, তাঁদের মাসে ৮ ডলার করে অর্থ খরচ করতে হবে। তেমনই মোবাইলে টুইটার ব্যবহারকারীদের মাসে ১১ ডলার করে অর্থ খরচ করলে তবেই টিকে থাকবে ব্লু টিক। আবার কর্মাশিয়াল ক্ষেত্রে মানে কোনও সংস্থা যদি তাঁদের টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক টিকিয়ে রাখতে চায় তাহলে তাঁদের মাসে ৮২ হাজার টাকা খরচ করতে হবে। যদিও ইতিমধ্যেই যারা টুইটার ব্লুয়ের সাবস্ক্রিপশন নিয়েছেন তাঁদের খোয়া যায়নি ব্লু টিক ব্যাচ বা চিহ্ন।
  • Link to this news (বর্তমান)